টুকরো খবর
হাজতে পাত্রসায়রের সিপিএম নেতাকর্মীরা
আদালতে প্রশান্তবাবু। ছবি: শুভ্র মিত্র।
সিপিএমের পাত্রসায়র লোকাল কমিটির অফিস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃতদের জেলহাজত হল। মঙ্গলবার বিষ্ণুপুর আদালত পাত্রসায়র দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক প্রশান্ত চট্টোপাধ্যায়-সহ ১৯ জনের জামিনের আবেদন খারিজ করে সাত দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। জামকুড়ি গ্রামে পাত্রসায়র দক্ষিণ লোকাল কমিটির অফিস থেকে সোমবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরেও এ দিনও এলাকায় উত্তেজনা ছিল। পুলিশ টহল চলে।
পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুত করার অভিযোগ হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশ ঘটনার তদন্ত করছে।” ধৃতদের আইনজীবী সাম্য চন্দের দাবি, “রাজনৈতিক কারণে আমার মক্কেলদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মিথ্যা অভিযোগ আনা হয়েছে।” তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে চায়নি। সোমবার তৃণমূলের দাবি মেনে পুলিশের তল্লাশিতে ওই অফিস থেকে একটি পিস্তল, ৪টি কার্তুজ, বোমা, হাতকামান-সহ বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। প্রায় এক বছর ধরে পাত্রসায়রে সিপিএমের জোনাল কমিটির অফিস বন্ধ রয়েছে। দলের সম্মেলনের পরে পাত্রসায়রের পাঁচটি লোকাল কমিটি ছোট হয়ে এখন তিনটি হয়েছে। দু’টি বন্ধ রয়েছে। শুধুমাত্র জামকুড়ি গ্রামের এই লোকাল অফিসটিই খোলা ছিল। এখান থেকেই পার্টির কাজ পরিচালনা করেন জোনাল সম্পাদক লালমোহন গোস্বামী। এ দিন এই অফিসটিও বন্ধ ছিল।

কলেজে আসন বাড়ানোর দাবি
কলেজে আসনসংখ্যা বাড়িয়ে সব ছাত্রছাত্রীকে অবিলম্বে ভর্তি নিতে হবে। এই দাবিতে মঙ্গলবার তৃণমূল ছাত্রপরিষদ পরিচালিত পাত্রসায়র কলেজের ছাত্রসংসদ টিচার-ইনচার্জের কাছে স্মারকলিপি দেয়। ছাত্রসংসদের সাধারণ সম্পাদক তথা টিএমসিপি নেতা জিয়ারুল ইসলাম বলেন, “এলাকার প্রায় ২০০ জন ছাত্রছাত্রী প্রথম বর্ষে ভর্তির জন্য ফর্ম জমা দেওয়ার পরেও ভর্তি হতে পারেননি। ফলে তাঁরা বিপাকে পড়েছেন। তাই আমরা কলেজে আসন সংখ্যা আরও বাড়িয়ে যাঁরা ফর্ম জমা দিয়েছেন তাঁদেরকে অবিলম্বে ভর্তি নেওয়ার জন্য টিচার-ইনচার্জের কাছে দাবি জানিয়েছি।” টিচার-ইনচার্জ সুমিতা দত্ত অবশ্য প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, “কলেজে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তারপরেও ফর্ম জমা দেওয়া অনেক ছাত্রছাত্রী আমাদের কলেজে এ বার ভর্তির সুযোগ পায়নি। অনার্স ও পাশ-নিয়ে আসন সংখ্যা সীমিত থাকায় সমস্যা দেখা দিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত ভাবে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছি।” বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি পাওয়া গেলেই আরও ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

শ্রমিক সংগঠনের দাবি
—নিজস্ব চিত্র।
ডিভিসি-তে কর্মরত শ্রমিকদের মাসিক বেতন ন্যূনতম সাড়ে ১০ হাজার করা এবং ডিভিসি-র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলল আইএনটিইউসি, সিটু, এআইইউটিইউসি-সহ ৭টি শ্রমিক সংগঠন। এই দাবিতে সামিল হয়েছে গঙ্গাজলঘাটির ‘লাগাপাড়া ভূমিহারা বাস্তুহারা কল্যাণ সমিতি’। মঙ্গলবার মোট ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি এই সংগঠনগুলির তরফ থেকে বাঁকুড়ার জেলাশাসকের দফতরে জমা করা হয়। আইএনটিইউসি-র বিদ্যুৎকেন্দ্র ইউনিটের সম্পাদক আনন্দদুলাল মিশ্র বলেন, “আমাদের দাবি, অবিলম্বে শ্রমিকদের দীর্ঘ দিন ধরে জমে থাকা বকেয়া পাওনা ডিভিসি কর্তৃপক্ষকে দিতে হবে, বন ও সৌন্দর্যায়নের কাজে যুক্ত শ্রমিকদের সমবায়ের মাধ্যমে কাজ করানো চলবে না এবং শ্রমিক হিসেবে তাঁদের অধিকার দিতে হবে।” ভূমিহারা বাস্তুহারা কল্যাণ সমিতির সভাপতি সাধন মণ্ডলের দাবি, “ডিভিসি-র ছাইয়ে যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

বধূর মৃত্যু, ধৃত ভাসুর
জামাই, শ্বশুর, শাশুড়ি-সহ ৯ জনের বিরুদ্ধে তাঁর মেয়েকে খুন করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ আনলেন বাবা। ঘটনাটি ঘটেছে সোমবার, সোনামুখী থানার ভাগাবাঁধ গ্রামে। মৃত বধূর নাম অর্চনা মহন্ত (৩০)। মঙ্গলবার অর্চনার বাবা, ওন্দা থানার তেঘরিয়া গ্রামের বাসিন্দা সুভাষ মুখোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মৃত বধূর ভাসুর দুলাল মহন্তকে গ্রেফতার করেছে পুলিশ। সুভাষবাবুর ছেলে রানা মুখোপাধ্যায়ের অভিযোগ, “পাঁচ বছর হল দিদির বিয়ে হয়েছিল ভাগাবাঁধ গ্রামের সুনীল মহন্তর সঙ্গে। বিয়ের পর থেকে নানা অছিলায় জামাইবাবু, শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও তাঁদের স্ত্রীরা মারধর করত আমার দিদিকে। আমাদের সন্দেহ, দিদিকে মেরে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে।” একই অভিযোগ করেছেন সুভাষবাবু। পুলিশ জানিয়েছে, পলাতক অন্য অভিযুক্তদের খোঁজ চলছে।

দুর্ঘটনায় মৃত ২
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার ভেদুয়া মোড়ে, বাঁকুড়া- দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন বাপ্পাদিত্য বসু (৩৫) ও রতন ঢক (২৩)। প্রথম জন দুর্গাপুরের সাগরভাঙা এলাকার বাসিন্দা। রতনের বাড়ি ছাতনা থানা এলাকার খড়বনা গ্রামে। স্থানীয় সূত্রের খবর, বাপ্পাদিত্য ও রতন এ দিন মোটরবাইকে বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। ভেদুয়া মোড়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই মোটরবাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ট্রাকটির খোঁজ চলছে।

যুবকের অপমৃত্যু
গ্রামবাসীদের অনুরোধে ট্রান্সফর্মারের ফিউজ বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম ভার্গব সিং সর্দার (২৮)। বাড়ি মানবাজার ব্লকের টুকা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ পানিপাথর গ্রামের কাছে ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.