সম্প্রতি দুর্গাপুরগামী একটি সরকারি বাসে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলমুরারই থানার উত্তরকাশীল্যা গ্রামের মুজিবুল ইসলাম, ওই গ্রামের বসিরুল শেখ ও কাশিমনগরের কবিরুল শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুন রাতে বাসে যাত্রী সেজে বসে থাকা দুষ্কৃতীরা রামপুরহাট থানার তারাপীঠ স্টেশন রোড থেকে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে লুঠপাট শুরু করে। পরে ৮ জনের ওই দুষ্কৃতী দলটি মল্লারপুর ওভারব্রিজে নেমে যায়। রাতেই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। |
উদ্ধার হওয়া অস্ত্র ও ধৃতদের ছবিটি তুলেছেন সব্যসাচী ইসলাম। |
গদাধরপুর স্টেশন এলাকা থেকে পুলিশ অজয় বিশ্বাস নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে পাইপগান, নগদ টাকা উদ্ধার হয়। তল্লাশি চালানোর সময়ে একটি মোবাইলও উদ্ধার হয়েছিল। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “তদন্তে নেমে পুলিশ বেশ কিছু সন্দেহজনক মোবাইল নম্বর পায়। সেই সূত্র ধরে দুষ্কৃতীদের অবস্থান বুঝে নিতে সক্ষম হয় পুলিশ। সোমবার রাতে তিন দুষ্কৃতীকে পুলিশ প্রথমে আটক করে। জেরায় দুষ্কৃতীরা বাস ডাকাতির কথা স্বীকার করে। মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।” পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে দু’টি পাইপগান, ৫টি কার্তুজ, দু’টি ভোজালি উদ্ধার হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চার জনের খোঁজ চলছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। |