সৌরভের পরামর্শ নিয়ে বিশ্বকাপে যাবেন সন্দীপন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে জাতীয় দলে ডাক পেলেন বাংলার সন্দীপন দাস। মঙ্গলবার পনেরো জনের যে ভারতীয় টিম ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছেন বাংলার ডান হাতি ব্যাটসম্যান। শ্রীবৎস গোস্বামীর পর বাংলা থেকে এই প্রথম কেউ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ টিমে সুযোগ পেলেন।
পয়লা অগস্ট থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপ। সদ্য সমাপ্ত এশিয়া কাপের টিমেও ছিলেন সন্দীপন। এ দিনই ফিরেছেন শহরে। বলছিলেন, “এশিয়া কাপে একটা ম্যাচ মাত্র খেলেছি। কিন্তু অভিজ্ঞতা বেড়েছে প্রচুর। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময়।” ঠিক কী রকম ছিল সেটা? সন্দীপনের উত্তর, “দু’বার খেলেছি ওদের বিরুদ্ধে। গ্রুপ পর্বের ম্যাচটা এক রানে হেরে যাই। ফাইনালটা আবার টাই হয়। দর্শকদের মধ্যেও যেন যুদ্ধ বেধে গিয়েছিল। তবে বড় ম্যাচের চাপ কী ভাবে নিতে হয়, সেটা এশিয়া কাপ থেকে শিখেছি। পাকিস্তানের বিরুদ্ধে দু-দু’টো ম্যাচের চাপ তো নিয়েছি। ড্রেসিংরুমে যাদের সঙ্গে কাটিয়েছি, তাদেরও দেখেছি বড় ম্যাচের আগে কী রকম অদ্ভুত ভাবে নিজেদের শান্ত রাখে। বিশ্বকাপে এই ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রাখব।”
|
বিশ্বকাপের টিমগুলোর মধ্যে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কঠিন প্রশ্নপত্রের সামনে পড়তে হবে বলে মনে করছেন সন্দীপন। তবে একই সঙ্গে জানাচ্ছেন, চ্যালেঞ্জের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। বলছেন, “মনোজ, লক্ষ্মীর মতো বাংলা টিমের সিনিয়রদের সঙ্গে কথা বলব। দাদির পরামর্শও নেব বিশ্বকাপে যাওয়ার আগে। বিশ্বকাপে কোনও টিমকেই হালকা করে নেওয়ার উপায় থাকে না। কিন্তু তবু অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে সামলানো কঠিন হবে। আর পাকিস্তানকে হারানোও খুব কঠিন কাজ। ওরা ক্ষমতার শেষ বিন্দু দিয়ে লড়াই চালায়। ” এশিয়া কাপে যে ম্যাচে খেলেছেন, তাতে বেশি রান পাননি। ৫ করে আউট হয়ে যান। কিন্তু নিজের উপর ভরসা হারাচ্ছেন না। বরং বলছেন, “তাতে কী? চলতি মরসুমে ১১০০-র উপর রান করেছি। চারটে সেঞ্চুরি আছে। ভারতীয় দলে খেলাটা সবারই স্বপ্ন থাকে। আমার সবে প্রথম ধাপে পৌঁছেছি। আরও অনেক দূর যেতে হবে।” |