অত্যাচার চলছে পিঙ্কির উপরে, নালিশ কমিশনে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিনি পুরুষ না মহিলা, তার পরীক্ষার নামে পিঙ্কি প্রামাণিকের উপরে অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ জানাল একটি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের কাছে লিখিত ভাবে এই অভিযোগ জানিয়েছে তারা।
ওই সংগঠনের তরফে রঞ্জিত শূর জানান, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ওয়েবসাইটে পিঙ্কির উলঙ্গ ছবি প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পিঙ্কির শরীরের বিভিন্ন অংশ টিপে পরীক্ষা করে দেখা হচ্ছে, ওই অ্যাথলিট পুরুষ না মহিলা। এই পরীক্ষা হয়েছে মহিলা পুলিশের অনুপস্থিতিতেই। ওই মানবাধিকার সংগঠনের প্রশ্ন, পুলিশের হেফাজতে থাকা পিঙ্কির পরীক্ষার নামে এমন ঘটনা ঘটে কী ভাবে? কেমন করেই বা সেই সমস্ত ছবি বাইরে প্রকাশিত হয়? সরকারের মধ্যে থেকে যারা এই ধরনের কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ওই সংগঠন।
পিঙ্কিকে পুরুষ বন্দিদের সঙ্গে রাখা নিয়েও ওই সংগঠনের তরফে প্রশ্ন তোলা হয়েছে। সংগঠনটির বক্তব্য, লিঙ্গ নির্ধারণ না-হওয়া পর্যন্ত পিঙ্কিকে মহিলা বলেই গণ্য করা উচিত ছিল। তাই তাঁকে মহিলা বন্দিদের সঙ্গে অথবা আলাদা ভাবে রাখা যেত। কিন্তু তা করা হয়নি। রঞ্জিতবাবু জানান, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অভিযোগগুলি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
জাতীয় স্তরের অ্যাথলিট পিঙ্কিকে পুরুষ আখ্যা দিয়ে বাগুইআটির এক মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা-সহ বিভিন্ন ধরনের অভিযোগ আনেন। গ্রেফতারের পর থেকে পিঙ্কিকে নিয়ে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত ক্রোমোজোম পরীক্ষার জন্য সোমবার এসএসকেএম হাসপাতালে তাঁর রক্ত নেওয়া হয়। রাজ্য মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, পিঙ্কিকে গ্রেফতার করে এত দিন ধরে বারবার যে-ভাবে বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে, তা নিয়ে আপত্তি জানিয়ে রাজ্য পুলিশের ডিজি-র কাছে চিঠি পাঠানো হবে। মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় এ দিন বলেন, “পিঙ্কিকে পুরুষ বন্দিদের সঙ্গে রাখা হয়েছে। উনি কোথায় স্নান করবেন, অন্যান্য কাজকর্মই বা কোথায় করবেন, সেটা তো ভাবতে হবে! এক জনের অভিযোগের ভিত্তিতে পিঙ্কির সঙ্গে যা করা হচ্ছে, তাতে ওঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। অনেক খেলোয়াড় আমাদের কাছে টেলিফোনে বা লিখিত ভাবে এ কথা জানিয়েছেন। ওঁর সম্মান কী করে ফেরত পাওয়া যাবে!” এ-সব জানিয়ে মহিলা কমিশন আজ, বুধবার ডিজি-র কাছে চিঠি দেবে বলে সুনন্দাদেবী জানান।
|