|
|
|
|
আবর্জনা সাফাই বন্ধ দ্বন্দ্ব তৃণমূল-কংগ্রেসে |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
‘ডাম্পিং গ্রাউন্ড’ কোথায় করা হবে তা নিয়ে সমস্যার জেরে শহরের জঞ্জাল সাফাই বন্ধ করেছে আলিপুরদুারের কংগ্রেস পরিচালিত পুরসভা। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান শহরের স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নেই। বার বার বিভিন্ন জায়গায় ময়লা ফেলতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পুরসভার সাফাইকর্মীদের। পুর চেয়ারম্যানের অভিযোগ, প্রশাসনের একাংশ ও বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে বাধা সৃষ্টি করায় ডাম্পিং গ্রাউন্ডের কাজ এগোচ্ছে না। তিনি বলেন, “তাই বাধ্য হয়ে শুক্রবার বিকেলে বোর্ড মিটিঙে ঠিক হয়েছে, ডাম্পিং গ্রাউন্ডের সমস্যার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত সাফাই কাজ বন্ধ রাখা হবে। সাফাই কাজ বন্ধ থাকলেও স্থায়ী ও অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বন্ধ রাখা হচ্ছে না। আপাতত কর্মীরা পুরসভায় এসে ঘুরে যাচ্ছেন। এই নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুর চেয়ারম্যানের সিদ্ধান্ত শহরের পক্ষে মঙ্গলজনক নয় বলে দাবি করা হয়েছে। দ্রুত জঞ্জাল সাফাইয়ের ব্যবস্থা না-হলে পুর চেয়ারম্যানের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে তৃণমূল। এমনকী, পুর চেয়ারম্যানের অপসারণ পর্যন্ত দাবি করা হবে বলে তৃণমূল জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি জহর মজুমদার বলেন, “আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান শহরের পরিসেবা বন্ধ করে দিয়েছেন। এটা মেনে নেওয়া যায় না। আমাদের দল পুরসভার চেয়ারম্যনের বিরুদ্ধে যে আন্দোলন করছে তা প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে করছে আগামী দিনে আমরা পুরসভার চেয়ারম্যানের অপসারণ চেয়ে জনমত গড়ে তুলে আন্দোলন করব।” পক্ষান্তরে, মঙ্গলবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার ডাম্পিং গ্রাউন্ড সমস্যা নিয়ে তৃণমূল নেতাদের একাংশের সমালোচনা করেন। তিনি বলেন, “ডাম্পিং গ্রাউন্ড সমস্যা নিয়ে রাজনীতি হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতাদের একাংশ বিরোধিতা করছেন। পুরসভা বার বার ডাম্পিং গ্রাউন্ড সমস্যা নিয়ে এগোনোর চেষ্টা করলে রাজনৈতিক বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রয়োজনে আন্দোলনে নামা হবে। পুরসভা সূত্রের খবর, ১৯৫৭ সালে আলিপুরদুয়ার পুরসভা গঠিত হলেও শহরের জঞ্জাল কোথায় ফেলা হবে তা স্পষ্ট হয়নি। ডাম্পিং গ্রাউন্ডের জন্য জমি কেনা হলেও প্রশাসনিক অনুমতি মেলেনি। গত সপ্তাহে আলিপুরদুয়ার শহর সংলগ্ন পোরোরপাড় এলাকায় একটি ইটভাটার মালিকের জমিতে তার আবেদনের ভিত্তিতে ময়লা ফেলতে গেলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা বাধা দেন বলে অভিযোগ। দুপুর থেকে রাত পর্যন্ত পুরসভার দুটি ময়লা ফেলার গাড়ি আটকে রাখা হয়। এই অবস্থায় সমস্যার স্থায়ী সমাধানে পুরবোর্ড ৫ জুলাই পুরসভার হলঘরে নাগরিক কনভেনশন ডেকেছে। আলিপুরদুয়ারের সি পি এমের প্রাক্তন চেয়ারম্যান অনুজকান্ত মিত্র জানান, প্রথমে চাপড়ের পাড়ের চ্যাংমারি এলাকায় পুরসভার কেনা জমি ও খাস জমিতে ডাম্পিং গ্রাউন্ড বানানোর ভাবনা ছিল। কিন্তু কয়েক বছর পর বসতি গড়ে ওঠায় সমস্যা হয়। পরে মাঝের ডাবরি চা বাগান এলাকায় সরকারি জমিতে ডাম্পিং গ্রাউন্ড করার চেষ্টা করা হয়। সেখানে শ্রমিকদের বাধা আসে। তাঁর মতে, “সর্বদল বৈঠক ডেকে সিদ্ধান্ত নিলে সমস্যার সমাধান দ্রুত হতে পারে। শহরের উন্নয়নে পুরসভার পাশে আছি।” আলিপুরদুয়ার দুই ব্লকের মাঝেরডাবরি পঞ্চায়েতের সিপিএম প্রধান গীতা রায় জানান, পুরসভা তাদের এলাকায় ডাম্পিং গ্রাউন্ডের জায়গা কিনেছে। কিন্তু সেখানে স্থানীয় বাসিন্দারা ময়লা ফেলতে দিতে চান না ফলে তাঁরা ছাড়পত্র দিতে পারছেন না। |
|
|
|
|
|