বিধায়কদের গাড়ি কেনার সুযোগ দিয়ে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। নিজের কেন্দ্রের উন্নয়নের জন্য বরাদ্দের ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে বিধায়কদের গাড়ি কেনার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। বিধানসভায় এই কথা জানিয়েছেন অখিলেশ। তার পরেই শুরু হয়েছে বিতর্ক। জল ও বিদ্যুৎ সঙ্কটে রীতিমতো জেরবার উত্তরপ্রদেশ। টাকার জন্য বার বার কেন্দ্রের কাছে দরবার করছেন অখিলেশ। এই পরিস্থিতিতে সমাজবাদী সরকারের এই সিদ্ধান্তে হতচকিত অনেক শিবিরই। অখিলেশের বক্তব্য, অনেক বিধায়কের গাড়ি কেনার সঙ্গতি নেই। এই প্রস্তাব কার্যকর করা হলে সেই সুযোগ পাবেন তাঁরা। পাঁচ বছর ব্যবহারের পরে গাড়ির দাম কমবে। সেই দাম দিয়ে বিধায়করা ওই গাড়ি নিজের কাছে রাখতে পারেন। তা না হলে গাড়ি ফেরত দিতে হবে সরকারকে। বিধানসভা কেন্দ্রের উন্নয়নের জন্য বরাদ্দ বাড়িয়ে ১ কোটি ৫০ লক্ষ টাকা করারও সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ।
উত্তরপ্রদেশে এখন বিধায়কের সংখ্যা ৪০৩ জন। তাঁদের সকলেই ২০ লক্ষ টাকার গাড়ি কিনলে রাজ্যের ৮০ কোটি টাকারও বেশি খরচ হবে। উত্তরপ্রদেশে এখন এই খরচ করা আদৌ যুক্তিযুক্ত কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। সব দলের বিধায়কদের এই সুযোগ দিয়েও বিশেষ সমর্থন পাননি মুখ্যমন্ত্রী।
বহুজন সমাজ পার্টি ও বিজেপি-র বক্তব্য, এই সিদ্ধান্তে মানুষের কাছে ভুল বার্তা যাবে। সে জন্য ওই দুই দলের কোনও বিধায়কই এই সুযোগ নেবেন না। প্রায় একই রকম সুরে কথা বলছে কংগ্রেসও। তবে অখিলেশের সমর্থনে এগিয়ে এসেছে তাঁর নিজের দল। সমাজবাদী নেতা আজম খানের বক্তব্য, গাড়ি কিনতেই হবে এমন কথা কেউ বলছেন না। আর পুরো দাম দিলে তবেই বিধায়করা গাড়ির মালিক হবেন। কিন্তু, এই বক্তব্যে বিতর্ক থামবে এমন আশা হয়তো করছে না সমাজবাদী পার্টিও। |