টুকরো খবর |
ধর্ষণকাণ্ডে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট স্টেশনের বাইরে ঝাড়খণ্ডের জারমুন্ডি এলাকার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ পাকুড় থেকে এক যুবককে গ্রেফতার করেছে। বীরভূম জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ধৃত ইলিয়াস শেখ ওরফে বডিগার্ডের বাড়ি রামপুরহাট থানার সুন্দিপুর এলাকায়। পেশায় ভ্যানচালক ইলিয়াস ঘটনার পরে রাতেই পাকুড়ে পালিয়েছিল বলে খবর ছিল।” ঘটনার দিন আর এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত মাতিন শেখকে জেরা করে ইলিয়াসের নাম জানতে পেরেছিল বলে পুলিশের দাবি। সোমবার রাতে পাকুড়ের পুলিশ ইলিয়াসকে আটক করে বীরভূমের পুলিশকে খবর দেয়। প্রসঙ্গত, শুক্রবার দুই কিশোরী জারমন্ডিতে ফেরার পথে দুমকার বাস না পেয়ে রাতে রামপুরহাট স্টেশনের ওয়েটিং রুমে আশ্রয় নিয়েছিল। জল নিতে যাওয়া এক কিশোরীকে তিন যুবক তুলে নিয়ে যায়। দু’জন তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। সঙ্গী আর এক কিশোরী তার খোঁজে সেখানে গেলে তাকেও শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এ দিকে, ধর্ষণে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মঙ্গলবার রামপুরহাট মহকুমাশাসককে স্মারকলিপি দিল গণতান্ত্রিক মহিলা সমিতি। ভবিষ্যতে রামপুরহাট শহরে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনকে সচেষ্ট হওয়ায় আবেদন জানানো হয়েছে সংগঠনের তরফে। মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দেখা যাক কী হয়।” |
জলপ্রকল্পের অনুমোদন
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
সব কিছু ঠিকঠাক চললে আগামী তিন বছরের মধ্যে খয়রাশোল ও রাজনগরের ফ্লোরাইড প্রভাবিত বেশ কয়েকটি মৌজার বাসিন্দাদের কাছে পৌঁছে যাবে পরিস্রুত পানীয় জল। জেলা প্রশাসন ও পিএইচই সূত্রে খবর, কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথ ভাবে ইতিমধ্যেই ওই প্রকল্পের জন্য অনুমোদন ও অর্থ বরাদ্দের কাজ সম্পন্ন করেছে। রাজনগরের গংমুড়ি-জয়পুর অঞ্চলের ২৫টি মৌজা এবং খয়রাশোলের জামরান্দ ও রসা এলাকার ১৯টি মৌজায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রায় ২২ কোটি টাকা প্রকল্প ব্যায় ধরা হয়েছে। খয়রাশোলের মৌজাগুলির জন্য কেন্দ্রীয় প্রকল্প খাতে বরাদ্দ হয়েছে ১১ কোটি ৪৩ লক্ষ টাকা এবং রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের জন্য রাজ্য সরকার দিয়েছে ১০ কোটি ১০ লক্ষ। অজয় নদ থেকে খয়রাশোল ও সিদ্ধেশ্বরী নদী থেকে জল তুলে রাজনগরে ওই এলাকাগুলিতে দেওয়া হবে। |
ছাত্রী ‘অপহরণ’
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
স্কুল যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরেণের অভিযোগ উঠল। মঙ্গলবার মুরারই থানা এলাকার ঘটনা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক হাই মাদ্রাসার ওই ছাত্রীকে এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ গ্রামেরই পথে ছয় যুবক জোরজবস্তি করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। ঘটনার কথা জানতে পেরে ওই ছাত্রীর পরিবারের লোকজন মুরারই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে বিকেলে গাড়ি ও চালককে ধরে পুলিশ। রাতের দিকে সিউড়ির পাথরচাপুড়ি এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। রামপুরহাটের এসডিপিও অধবেশ পাঠক বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।” |
কৃতীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
একটি আদিবাসী বেসরকারি প্রতিষ্ঠান সোমবার দুপুরে সাঁইথিয়া অমরপুর পঞ্চায়েত এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আদিবাসী কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল। সংস্থার সভাপতি হুপেন মুর্মু বলেন, “প্রত্যেক বছর ১০০ জনকে সংবর্ধনা দেওয়া হয়। আমরা ছাত্রছাত্রীদের উৎসাহী করতেই এই উদ্যোগ নিই।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ রামচন্দ্র ডোম, সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চণ্ডী বাগদী, জেলা আদিবাসী কল্যাণ দফতরের আধিকারিক বামদেব চন্দ্র প্রমুখ। |
প্রতীকী প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এক ছাত্রকে নকলে বাধা দেওয়ায় এক শিক্ষককে মারার অভিযোগে কালো ব্যাজ পরে প্রতীকী প্রতিবাদ জানালেন রামপুরহাট কলেজের সমস্ত শিক্ষকেরা। সোমবারের এই প্রতিবাদে সামিল হয়েছিলেন রামপুরহাট কলেজের অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায়ও। গত ২৮ জুন বীরভূম মহাবিদ্যালয়ে বিএ দ্বিতীয় বর্ষের পাশের সংস্কৃত পরীক্ষা চলাকলীন ওই কলেজের শিক্ষক দেবসেনা গড়াই এক ছাত্রকে নকলে বাধা দেন। পরীক্ষা শেষে কলেজের বাইরে তাঁকে মারা হয় বলে অভিযোগ। |
‘চুরি,’ মার
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
|
—নিজস্ব চিত্র। |
চুরির অভিযোগে এক মহিলাকে মারধর করলেন এলাকার মহিলারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সিউড়ির পুরাতন লাইনপাড়ায়। পুলিশ জানায়, ওই পাড়ার এক ব্যক্তির বাড়ির জানলা দিয়ে ব্যাগ চুরির অভিযোগ ওঠে ওই বধূর বিরুদ্ধে। তার পরে এলাকার মহিলারা তাঁকে ধরে মারধর করেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানায়, কোনও পক্ষই অভিযোগ করেনি। |
ফব-র দাবি
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
ত্রুটিমুক্ত বিপিএল তালিকা তৈরি, সমবায় সমিতির মাধ্যমে ন্যায্য মূল্যে রাসায়নিক সার সরবরাহ-সহ ১৮ দফা দাবিতে মঙ্গলবার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের বিডিও বাবুলাল মাহাতোকে স্মারকলিপি দিল ফরওয়ার্ড ব্লকের ময়ূরেশ্বর লোকাল কমিটি। জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো কর্মী-সমর্থক এই কর্মসূচিতে যোগ দেন। বিডিও অবশ্য তাঁদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। |
স্মারকলিপি |
সোমবার সিয়ান-মুলুক পঞ্চায়েতে তৃণমূলের বোলপুর ব্লক কমিটির পক্ষ থেকে এগারো দফা দাবিতে স্মারকলিপি জমা দিল। দলের কর্মী-সমর্থকদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান নিজের দফতরে অনুপস্থিতি থাকেন। ফলে বিভিন্ন সরকারি প্রকল্প ব্যাহত হচ্ছে এবং পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। |
পরিদর্শনে ডিআরএম |
রেলের আসোনসোল ডিভিসনের ডিআরএম জগদানন্দ ঝাঁ সোমবার আসানসোল-সাঁইথিয়া রেল লাইন পরিদর্শন করে গেলেন। রেলের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখতেই তাঁর এই পরিদর্শন। |
|