মাত্র ২৩ বছরেই ওজন ১৪০ কেজি। উচ্চতা ৮ ফুট। শরীর ক্রমশই ঝুঁকে পড়ছে সামনের দিকে। বিশাল শরীরের জন্য প্রতিদিন লাগে দুই কেজি করে চাল।
মেয়ে সিদ্দিকা পারভিনের নিত্যদিনের খাবারের জোগানই দিতে পারছিলেন না দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের শ্রীরামপুরের বাসিন্দা আফতাবউদ্দিন। তবুও এত দিন কোনও মতে চলছিল। কিন্তু সম্প্রতি সিদ্দিকার শরীর সামনের দিকে ঝুঁকতে শুরু করায় চিকিৎসকদের পরামর্শে মেয়েকে বালুরঘাট জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়ে বিপত্তি বেড়েছে। অস্বাভাবিক গড়নের মেয়েটিকে দেখতে হাসপাতালে উপচে পড়ছে ভিড়। শেষমেষ পুলিশ মোতায়েন করতে হয়েছে। |
সিদ্দিকা পারভিন। —নিজস্ব চিত্র |
সিদ্দিকাকে নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনও। জেলাশাসক দুর্গাদাস
গোস্বামী বলেন, “মেয়েটি অসুস্থ। মানসিক ভাবেও বিপর্যস্ত। হাসপাতালে যে ভাবে ভিড় বাড়ছে তাতে সে আরও অসুস্থ হয়ে পড়বে। তাই পুলিশকে বলেছি, কড়া ব্যবস্থা নিতে।” ওই হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার দেবজ্যোতি সিংহ বলেন, “অন্য রোগীর কিছু আত্মীয় সিদ্দিকাকে বিরক্ত করছিলেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”
সিদ্দিকার রোগটা কী?
দেবজ্যোতিবাবু বলেন, “মনে হচ্ছে, সিদ্দিকার পিটুইটারি গ্রন্থিতে পাতিলেবুর আকারের একটি টিউমার রয়েছে। ওই টিউমারটির জন্যই বৃদ্ধি-হরমোনের অস্বাভাবিক নিঃসরণ হচ্ছে। তাতেই সিদ্দিকার গড়ন অস্বাভাবিক হয়েছে।” চিকিৎসক সার্থক সেনশর্মা বলেন, “সিদ্দিকার হৃদযন্ত্রও খুব দুর্বল। সিদ্দিকার চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা বালুরঘাট হাসপাতালে নেই।”
আফতাবউদ্দিন দিনমজুর। তাঁর তিন কন্যার মধ্যে সিদ্দিকাই বড়। সিদ্দিকার মা মানসুরা বিবি বলেন, “বারো বছর বয়েস হওয়ার পর থেকেই মেয়ে বদলে যেতে থাকে।” সিদ্দিকা বলেন, “বছর তিন-চার আগে থেকে আমার চেহারার এই বদল নিয়ে লোক জন নানা কথা বলতে শুরু করে।” মানসুরা বিবি বলেন, “প্রথমে মেয়েকে গ্রামের চিকিৎসককেই দেখানো হত। গত বছর মার্চ-এপ্রিলে এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে মেয়েকে নিয়ে যাওয়া হয়। তিনিও তখন মেয়েকে কলকাতায় নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য নেই।” জেলাশাসক আশ্বাস দিয়েছেন, “ওই তরুণীকে এসএসকেএম হাসপাতালে ভর্তির ব্যাপারে প্রশাসনিক স্তরে সাহায্য করা হবে।”
|
|
পিটুইটারিতে গণ্ডগোল |
• পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের পিছনে হাইপোথ্যালামাসের নীচে থাকে
• বৃদ্ধি-হরমোন-সহ বেশ কয়েকটি হরমোন তৈরি করে |
বৃদ্ধি-হরমোন কী করে? |
• এর স্বাভাবিক নিঃসরণে বৃদ্ধি স্বাভাবিক হয় • অতি নিঃসরণে মানুষ দৈত্যাকৃতি হয় • কম নিঃসরণে মানুষ বামনাকৃতি হয় |
সিদ্দিকার কী হয়েছে? |
• পিটুইটারি গ্রন্থিতে টিউমার হয়েছে • যেখানে টিউমার সেটি বৃদ্ধি-হরমোনের উৎস • তাই অতিরিক্ত বৃদ্ধি-হরমোন নিসৃত হচ্ছে |
|