পিএসসি-র প্যানেল থেকে কর্মী নিতে ‘বাধ্য’ সরকার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) রাজ্য সরকারকে নির্বাচিত প্রার্থীর তালিকা পাঠালে সরকার সেই তালিকাভুক্তদের নিয়োগ করতে ‘বাধ্য’ বলে বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সোমবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর অতিরিক্ত প্রশ্নের জবাবে মন্ত্রী ওই কথা জানান। এ দিন প্রশ্নোত্তর পর্বে সিপিএম বিধায়ক শাহজাহান চৌধুরী অর্থমন্ত্রীর কাছে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগের সিদ্ধান্ত বিষয়ে জানতে চান। মন্ত্রী তার উত্তর দেওয়ার পরে সিপিএম বিধায়ক আনিসুর রহমান অর্থমন্ত্রীকে অতিরিক্ত প্রশ্ন করেন, “রাজ্য সরকার অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করছে। কিন্তু পিএসসি-র প্যানেলভুক্তরা রাস্তায় বসে জুতো পালিশ করছেন। তাদের রাজ্য সরকার নিয়োগ করছে না কেন?” অর্থমন্ত্রী বলেন, “বেকারদের নিয়োগের ক্ষেত্রে গোটা প্রক্রিয়া সারতে এক থেকে দেড় বছর সময় লাগে। সেই সময় কাজ চালানোর জন্যই অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করা হচ্ছে।” বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অবশ্য মন্ত্রীকে জানান, পিএসসি-র প্যানেলভুক্তরা ইতিমধ্যেই এক বছর অপেক্ষা করে ফেলেছেন। কিন্তু নিয়োগপত্র পাননি। কংগ্রেস বিধায়ক নেপালবাবু প্রশ্ন করেন, “পিএসসি রাজ্য সরকারকে কোনও প্যানেল পাঠালে তা থেকে কর্মী নিতে সরকার কি বাধ্য?” মন্ত্রী বলেন, “হ্যা। নিতে বাধ্য।” প্রসঙ্গত, গ্রুপ ডি পদের জন্য ২৮১৭ জন পিএসসি-র প্যানেলভুক্ত হয়েও চাকরি না পেয়ে আন্দোলন করছেন। |
বিএডে ভর্তি নিতে হবে শুধু মেধার ভিত্তিতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোন ছাত্র বা ছাত্রী কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, তা দেখার দরকার নেই। বিএড পাঠ্যক্রমে ভর্তির ক্ষেত্রে সেটা আদৌ বিবেচ্য নয় বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাদের নির্দেশ, শুধু মেধার ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএড পাঠ্যক্রমে পড়ুয়াদের ভর্তি করতে হবে।
শুধু মেধার ভিত্তিতেই বিএডে ভর্তি করার জন্য এর আগেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল মামলা করে। বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় ও বিচারপতি তরুণ দাসের ডিভিশন বেঞ্চ সোমবার বিচারপতি গুপ্তের নির্দেশই বহাল রেখেছে। এত দিন বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিএডে ৯৫% আসন সংরক্ষিত থাকত। মাত্র ৫% আসনে ভর্তি হওয়ার সুযোগ পেতেন অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্যের উচ্চশিক্ষা দফতর সম্প্রতি সুপারিশ করেছে, স্নাতকোত্তরে ৬০% আসনে নিজেদের ছাত্রছাত্রী ও ৪০% আসনে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি নেওয়া হোক। এ দিন শুনানিতে তার উল্লেখ করা হয়।
ছাত্রছাত্রীদের আইনজীবী অর্জুন রায় মুখোপাধ্যায় বলেন, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন (এনসিটিই)-এর বিধিতে বলা আছে, বিএডে মেধার ভিত্তিতেই ভর্তি করতে হবে। ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিধি মেনেই কলকাতা বিশ্ববিদ্যালয়কে মেধার ভিত্তিতে বিএড পাঠ্যক্রমে ছাত্রছাত্রীদের ভর্তি করতে হবে। |
দ্রুত পদোন্নতি বিসিএসদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের সচিবালয়ে বিসিএস অফিসারদের সহসচিব ও উপসচিব স্তরে পদোন্নতির সুযোগ আরও বাড়ানোর নির্দেশ দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এত দিন ডব্লিউবিসিএস অফিসারেরা ১০ বছর চাকরির পরে সহসচিব-পদে উন্নীত হতেন। আর ২০ বছর চাকরির পরে উন্নীত হতেন উপসচিব-পদে। নতুন নির্দেশে বিসিএস অফিসারেরা এখন থেকে আট বছর ও ১৬ বছর চাকরির পরেই যথাক্রমে সহসচিব এবং উপসচিবের পদে উন্নীত হবেন। |