স্পেন-বন্দনায় গোটা বিশ্ব
নিজস্ব প্রতিবেদন |
|
এক নয়! দুই নয়! টানা তিন!
ইউরো, বিশ্বকাপ এবং ফের ইউরো। তিন বড় টুর্নামেন্ট জেতার পর স্পেনের সংবাদপত্রে বলা হচ্ছে, “এল মেখোর একিপো দে লা ইস্তোরিয়া”। যার মানে, ইতিহাসের সেরা টিম। সঙ্গে উঠে আসছে বিতর্ক—জাভি-ইনিয়েস্তারা কি পিছনে ফেলে দিলেন পেলে-র ’৭০-এর ব্রাজিলকে?
চার গোল হজম করা ইতালির ফুটবলাররাও মেনে নিচ্ছেন স্পেনের শ্রেষ্ঠত্ব। আজ্জুরি অধিনায়ক জিয়ানলুইজি বুফোঁ-র কথায়, “জীবনে কখনও-কখনও হার মেনে নিয়ে বিপক্ষের প্রশংসা করতে হয়। আমাদের নালিশ করার কিছু নেই। কারণ, হারলাম সেরা দলের কাছেই।” তাঁর সতীর্থ দানিয়েল দে রোসি আবার বলছেন, “স্পেন সবার সেরা দল। মনে হয়, ওদের সঙ্গে দশটা খেললে সাত-আটটায় হারতে হবে। জিতলে বা ড্র করলে বুঝতে হবে সব কিছুই আপনার পক্ষে গিয়েছে।” ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চির কথায়, “স্পেন আবার দেখাল ওরা অন্যদের থেকে এক বা দু’ধাপ উপরে।”
|
কলকাতায় উৎসব স্প্যানিশ তরুণীদের। ছবি: শঙ্কর নাগ দাস |
লা রোখাদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছে গোটা বিশ্বের সংবাদমাধ্যম। স্পেনের সংবাদমাধ্যম তো বটেই, এমনকী ইতালিরও। লা গাজেত্তা দেলো স্পোর্টস-এ লেখা হয়েছে, “রবিবারের ম্যাচটা একটা রূপকথার মতো। বেশি ভাল দলটাই জয়ী হয়েছে।” ইতালির মানুষের প্রতি কোরিয়ের দেলা সেরা-র বক্তব্য, “ব্যাপারটা এই ভাবে ভাবুন, আমরা গতকাল এক কিংবদন্তি-র সাক্ষী হয়েছি। যদিও হারের কষ্ট রয়েছে।”
ফ্রান্সের লে’কিপে বলেছে, “সম্মানের সঙ্গে ভিসেন্তে দেল বস্কির দল ইতিহাসের পাতায় ঢুকে পড়ল।” নেদারল্যান্ডস-এর ডি টেলিগ্রাফের রিপোর্ট, “খেলার এই মানটাই আপাতত বেঁধে দেওয়া হোক ২০১৪ ব্রাজিল পর্যন্ত।” স্পেনের ক্রীড়া সংবাদপত্র দিয়ারিও এ এস-এ লেখা হয়েছে, “বিশ্বাস করতে গেলে আপনাদের চোখ কচলাতে হবে। তবে বেশি জোরে কচলাবেন না। কারণ, ফাইনালে যা দেখেছেন সেটা মুছে যাক, নিশ্চয়ই চাইবেন না।”
তবে সবচেয়ে মজার মন্তব্য করেছে জার্মান সংবাদপত্র বিল্ড। চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে স্পেনের ফুটবলারদের দেখা যায় তাঁদের ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে ঘুরতে। সেটা উল্লেখ করে বিল্ডে লেখা হয়েছে, “আমরা কি ইউরো ২০৩২--এর তারকাদের দেখে ফেললাম?” যার অন্তর্নিহিত অর্থটা খুব পরিষ্কার। স্পেনের এই কর্তৃত্ব শুধু বর্তমানে সীমাবদ্ধ নয়। বরং আগামী বেশ কয়েক বছরের জন্য।
ভিভা এসপানিয়া!
|
তিকিতাকায় মজে ক্রিকেটও |
মহেন্দ্র সিংহ ধোনি:
কী ম্যাচ! স্পেনের খেলার মধ্যে একটা অদ্ভুত শান্ত ভাব রয়েছে। |
যুবরাজ সিংহ:
ওদের পাসিংটা দ্যাখ আর কিছু শেখ্। এর পরের বার স্কোর করার
চেষ্টা করবি না, আমাকে পাস দিবি। |
মহেন্দ্র সিংহ ধোনি:
অনেক দিন হয়ে গেল তোর ফুটবলটা মিস করছি। এক মাত্র
ফুটবলার যে সব কিছুই বাঁ পা দিয়ে সামলানোর চেষ্টা করে... |
যুবরাজ সিংহ:
হা হা হা হা....অন্তত বাঁ পা দিয়ে বলটা তো পাস করি! |
(ইউরো ফাইনাল দেখতে দেখতে ধোনি-যুবরাজ টুইট চালাচালি) |
|