ভোট দিলে বিধানসভাতেই: মুখ্যমন্ত্রী
মমতার মন্তব্যে রাষ্ট্রপতি ভোটে তৃণমূলের অবস্থান নিয়ে ‘জল্পনা’
সন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অবস্থান নিয়ে আচমকাই ‘জল্পনা’ তৈরি করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দলীয় বৈঠকে মমতা জানিয়েছেন, ওই নির্বাচনে দলীয় অবস্থান তিনি জানাবেন ভোটের (১৯ জুলাই) দু’তিন দিন আগে। কিন্তু পাশাপাশিই জানিয়েছেন, তাঁরা ভোট দিলে দেবেন বিধানসভাতেই।
মমতার বক্তব্যের দ্বিতীয় অংশ নিয়েই শুরু হয়েছে ‘জল্পনা’।
তাঁরা কি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন? সরাসরি এই প্রশ্নের জবাবে তৃণমূলের দুই কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুলতান আহমেদ বলেছেন, “হতে পারে।” ওই বক্তব্যকেও যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ মনে করছে তৃণমূল শিবির।
এত দিন পর্যন্ত তৃণমূলের নেতারা প্রায় ধরেই নিয়েছিলেন, তাঁরা রাষ্ট্রপতি ভোটে ভোটদানে ‘বিরত’ থাকবেন। কারণ, ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেননি মমতা। যে কথা তিনি ইউপিএ-র চেয়ারপার্সন সনিয়া গাঁধীকেও জানিয়ে দিয়েছিলেন। আবার বিজেপি-র সমর্থিত প্রার্থী পূর্ণ সাংমাকে ভোট দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। সে ক্ষেত্রে রাজ্যের প্রায় ২৭ শতাংশ মুসলিম ভোট তাঁর বিপক্ষে যাওয়ার সম্ভাবনা। বস্তুত, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলে দলেরই একাংশ ‘ক্রস-ভোটিং’-এর আশঙ্কাও করছেন। ফলে সব দিক বিবেচনা করে তাঁরা মনে করছিলেন, ভোটদানে বিরত থাকাই সবচেয়ে ‘নিরাপদ’ অবস্থান।
এই পরিস্থিতিতে মমতার এ দিনের বক্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন দলের প্রথম সারির নেতাদের একাংশ। দলের এক নেতার কথায়, “এমনও হতে পারে যে, নেত্রী এখনই সরাসরি কোনও অবস্থান না নিয়ে একটা মধ্যপন্থা খোলা রাখতে চাইছেন।” কিন্তু এই নেতাই আবার জানাচ্ছেন, এ দিনের বৈঠকে কংগ্রেস সম্পর্কে কোনও ‘আক্রমণাত্মক’ কথা বলেননি মমতা। ইদানীং তিনি যা প্রায় নিয়ম করে দলীয় মহলে বলে থাকেন।
মমতার ঘনিষ্ঠ মহল সূত্রের বক্তব্য, প্রণববাবু যদি তাঁকে ফোন করে সমর্থনের কথা বলেন বা কলকাতায় তাঁর বাড়িতে চলে আসেন, তা হলে মমতার পক্ষে তাঁকে সরাসরি ‘নিরাশ’ করা মুশকিল হবে। মমতা-ঘনিষ্ঠ এক নেতার কথায়, “প্রণবদা প্রবীণ নেতা। তিনি মমতাদির বাড়ি এসে সমর্থনের কথা বললে সৌজন্যের খাতিরেই তাঁকে নিরাশ করা যাবে না। বিশেষত, যিনি মমতাদিকে নিজের বোনের মতো বলে প্রকাশ্যেই বর্ণনা করেছেন এবং বারবার তৃণমূলের কাছে সমর্থনের আবেদন জানাচ্ছেন।” প্রসঙ্গত, ইউপিএ শিবির থেকে জানানো হয়েছে, প্রণববাবুকে সমর্থনের জন্য স্বয়ং প্রধানমন্ত্রী মমতাকে ফোন করতে পারেন। সে ক্ষেত্রেও মমতার পক্ষে একেবারে ‘না’ বলে দেওয়া কঠিন হবে বলেই দলের নেতাদের অভিমত।
এর পরেও রয়েছে ইউপিএ-র সঙ্গে সম্পর্ক। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে খানিকটা ‘তিক্ততা’ হলেও মমতা জোট ছেড়ে চলে আসার কোনও ইচ্ছা ঘনিষ্ঠ মহলে প্রকাশ করেননি। বরং বলেছেন, তাঁদের ‘বাধ্য’ না-করা হলে বা ‘তাড়িয়ে’ না-দিলে তাঁরা ইউপিএ ছাড়বেন না। আপাতত পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে রাষ্ট্রপতি ভোট নিয়ে একক শরিক দল হিসেবে তিনি ইউপিএ-র সঙ্গে সঙ্ঘাতে যেতে না-ও পারেন বলেই দলের একাংশের বক্তব্য। এক নেতার কথায়, “এখনও সাধারণ নির্বাচনের অনেক দেরি। এখন রাষ্ট্রপতি নির্বাচনের মতো একটা বিষয়ে গোলমাল করে কেন্দ্রীয় সরকার ছেড়ে বেরিয়ে আসা রাজনৈতিক দিক দিয়ে ঠিক সিদ্ধান্ত হবে না। মনে রাখতে হবে, রেলের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক আমাদের হাতে রয়েছে।”
এ দিন বৈঠকের পর তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন, তাঁদের আশঙ্কা, প্রণববাবুর বিরোধিতা করে ভোট দিলে ইউপিএ-র প্রার্থীর পক্ষে দলের একাংশের ‘ক্রস-ভোটিং’ করার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সে ক্ষেত্রে বরং তাঁকে ভোট দেওয়াটা অনেক ‘নিরাপদ’। তৃণমূলের সাংসদ-বিধায়কদের কাছে প্রার্থী হিসেবে প্রণববাবু যে সাংমার চেয়ে অনেক ‘গ্রহণযোগ্য’, তা-ও তাঁরা স্বীকার করে নিচ্ছেন। দলের এক নেতার কথায়, “অঘটন না-ঘটলে তো প্রণববাবুই রাষ্ট্রপতি হচ্ছেন। দেশের ইতিহাসে এই প্রথম একজন বাঙালি যখন রাষ্ট্রপতি হতে চলেছেন, তখন পশ্চিমবঙ্গের প্রধান দল হিসেবে তাঁর পাশে থাকলে লাভ বই ক্ষতি তো নেই!” মমতা নিজে কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে ভোট দিলে বিধানসভাতেই দেবেন বলে তিনি দলের সাংসদদের একটা ‘বার্তা’ দিতে চেয়েছেন বলেই শীর্ষ নেতাদের বক্তব্য। তাঁদের কথায়, “সাংসদদের দশ দিন আগে সংসদে জানাতে হয়, তাঁরা কোথায় ভোট দেবেন। এ দিন বিধানসভায় ভোট দেওয়ার কথা বলে তাঁদের সেই বিষয়টাও প্রকারান্তরে জানিয়ে রাখলেন নেত্রী।” এক প্রবীণ নেতা অবশ্য বলছেন, “এর ফলে দিদি সমস্ত সাংসদকে (কবীর সুমন বাদে) তাঁর চোখের সামনে পাবেন। রাজ্যসভা ভোট গোপন ব্যালটে হয়, ঠিক। কিন্তু আমাদের দলে ভোটের সময় নেত্রীর উপস্থিতিটাও বড় ফ্যাক্টর।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.