অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল বলরামপুরের একটি স্পঞ্জ আয়রন কারখানা। সোমবার সকালে শ্রমিকেরা বলরামপুরে টাটানগর রোডের ওই কারখানায় কাজে যোগ দিতে এসে দেখেন তালা ঝুলছে। বাইরে কর্তৃপক্ষের লক-আউটের নোটিস। ক্ষোভ ছড়ায় শ্রমিকদের মধ্যে।
বেড়মা চেকপোস্ট এলাকায় এই কারখানাটি বছর দশেক আগে চালু হয়। স্পঞ্জ-আয়রন ফেরোঅ্যালয় ওয়ার্কার্স ইউনিয়নের পুরুলিয়া জেলা কমিটির যুগ্ম-সম্পাদক ত্রিলোচন দাস বলেন, “শতাধিক শ্রমিক রয়েছেন। মালিক পক্ষের এই সিদ্ধান্তে তাঁরা চরম অসুবিধায পড়বেন। কারখানা খোলার দাবিতে তাঁরা শ্রমিকদের সঙ্গে নিয়ে আন্দোলন হবে। এই কারখানার কর্মী ও তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সুকুমার গোপের ক্ষোভ, “এ ভাবে যে কারখানা বন্ধ হয়ে যাবে, মালিক পক্ষ তা আমাদের আগে জানাননি। কেন হঠাৎ কারখানা বন্ধ হল তার কারণও জানি না। নোটিসে কারণও উল্লেখ নেই।” শ্রমিক স্বপন রজক, সুরেশ মাণ্ডি, রঞ্জিত মাহাতোরা জানান, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় চরম অসুবিধায় পড়লেন। এ দিকে, সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার বলরামপুরে মিছিল করে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। মালিকপক্ষ তাঁদের সঙ্গে আলোচনায় না বসা পর্যন্ত আন্দোলন চলবে বলে সুকুমারবাবু জানিয়েছেন। চেষ্টা করেও কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কারখানার ম্যানেজার পাপ্পু দুবে ফোনে জানান, তিনি বাইরে রয়েছেন। পুরুলিয়া সদর মহকুমা (পশ্চিম) শ্রম কমিশনার সবুজ ঢালি বলেন, “আমার কাছে সরকারি ভাবে ওই কারখানা বন্ধের খবর নেই। কিছুদিন আগে কারখানা কর্তৃপক্ষ ফোনে জানিয়েছিলেন, কারখানা চালিয়ে লাভ হচ্ছে না বলে তাঁরা কারখানা বন্ধ করে দিতে চান। তখন তাঁদের সরকারকে তা জানানোর কথা বলি।” বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “শ্রম দফতরকে বিষয়টি জানিয়ে কারখানা খোলার ব্যাপারে ব্যবস্থা নিতে বলছি।”
|
চুরি করতে গিয়ে স্কুলে ঢুকে কার্যত তাণ্ডব চালিয়ে গেল কে বা কারা। পাঁচটি তালা ভেঙে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার পাশাপাশি কাগজপত্র,নথি তছনচ করে শিলিং ফ্যানের ব্লেড বাঁকিয়ে দিয়ে গিয়েছে হামলাকারীরা। দুবরাজপুরের যশপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। সোমবার দুপুরে দুবরাজপুর থানায় অভিযোগ করেন প্রধান শিক্ষক বুদ্ধদেব দত্ত। পুলিশ তদন্ত শুরু করেছে। সাড়ে সাতটা নাগাদ স্কুলে পৌঁছে রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভরদলের সদস্যরা গিয়ে দেখেন, অফিসঘর,স্টোর রুমের তালা ভাঙা। তিনটি ক্লাস ঘরের দরজাও ভাঙা। সঙ্গে সঙ্গে সকলকে বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্কুলে স্থানীয় বাসিন্দাদের ভিড়। অফিসঘরের ভাঙা দরজার সামনের বারান্দায় পড়ে রয়েছে একটি ব্লেড বাঁকানো শিলিং ফ্যান ও ছাত্র-ছাত্রীদের অসংখ্য ছবি।
|
ভারত-বাংলাদেশের যৌথ রবীন্দ্র জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে কবির স্মৃতি বিজড়িত দু’টি বোটের খুদে রেপ্লিকা আসছে শান্তিনিকেতনে। আগামী ২৩ জুলাই ‘পদ্মা’ ও ‘চপলা’ নামে ওই দুই ‘বোট’ বিশ্বভারতীকে উপহার দেবে বাংলাদেশ সরকার। ওই দিনই বিশ্বভারতীর উদয়ন গৃহে এক অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কুমারী শৈলজা এবং বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। সোমবার বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সেন আরও জানান, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে ৮ জুলাই লিপিকা প্রেক্ষাগৃহেও একটি অনুষ্ঠান হবে।
|
বৌভাতের অনুষ্ঠান সেরে ফেরার পথে সোমবার ঝাড়খণ্ডের দুমকার শিকারিপাড়া থানার সিউড়ি-দুমকা রোডে, দুর্ঘটনায় কনেযাত্রীর বাস উল্টে দু’জনের মৃত্যু হয়েছে। কমবেশি জখম হয়েছেন ৩১ জন কনেযাত্রী। মৃতেরা হল আকাশ দাস (১৫) ও সুজন দাস (১৫)। সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা।
|
শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকায় সোমবার কিছু আদিবাসী যুবক জোর করে ক্রাশার ও খাদান বন্ধ করা চেষ্টা চালায় বলে অভিযোগ। পুলিশ জানায়, ওই ঘটনায় চার যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। |