টুকরো খবর |
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ফের রানিগঞ্জের জেমারি গ্রাম পঞ্চায়েতের জে কে নগর বাজার এলাকায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার সকালে তৃণমূল নেতা অভয় উপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত সকলদেব চৌধুরী নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন, সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর সবজির দোকানে আসেন স্থানীয় তৃণমূল নেতা গিরিরাজ বর্মন। তাঁকে কটূক্তি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। অঞ্চল যুব তৃণমূলের সম্পাদক দিলীপ আনসারির সঙ্গে মেলামেশা করতেও নিষেধ করেন গিরিরাজ। তিনি প্রতিবাদ করলে তখনকার মতো গিরিরাজবাবু চলে গেলেও অল্প সময় পরেই বেশ কয়েকজনকে নিয়ে ফিরে এসে সকলদেবকে বেধড়ক মারধর করেন তিনি। অন্য দিকে, গিরিরাজবাবু নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগে জানান, এ দিন সকালে তিনি সস্ত্রীক মন্দিরে পুজো দেওয়ার জন্য ঘর থেকে বেরোচ্ছিলেন। হঠাৎ দিলীপ আনসারি, সকলদেব-সহ বেশ কিছু ব্যক্তি তাঁর সঙ্গে ব্যাপক দুর্ব্যবহার করেন ও তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এলাকার তৃণমূলের রানিগঞ্জ পঞ্চায়েত সভাপতি অভয় উপাধ্যায় এবং জেমারি গ্রাম পঞ্চায়েত অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক গিরিরাজ বর্মনের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
|
জাল প্রতিবন্ধী শংসাপত্র, ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
জাল প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে রেলে ভ্রমণ করার অভিযোগে আরপিএফের দুর্নীতি-দমন শাখার কর্মীরা দুই ব্যক্তিকে সোমবার ভোরে আসানসোল স্টেশন থেকে গ্রেফতার করলেন। আসানসোল জিআরপিতে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম শিবকান্ত সিংহ ও প্রণবকুমার সিংহ। তাঁরা চাপুই কোলিয়ারি এলাকার বাসিন্দা। আরপিএফের দুর্নীতি দমন শাখার দুই আধিকারিক মলয় মজুমদার ও দীপঙ্কর দে জানান, এই দু’জন যশবন্তপুর থেকে সোমবার সকালে আসানসোলে আসেন। প্রতিবন্ধী কোটায় ওই সংরক্ষণ টিকিটগুলি কাটা হয়েছে। ওই দু’জনের জমা দেওয়া শংসাপত্রগুলিও জাল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই দফতরের আধিকারিকেরা জানতে পেরেছেন, টাকার বিনিময়ে এঁরা ওই শংসাপত্রগুলি কিনেছিলেন।
|
দুঃস্থ পড়ুয়াদের অনুদান
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বিধানচন্দ্র রায়ের জন্ম ও ডাক্তার দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (রানিগঞ্জ শাখা) সংবর্ধনা জানাল প্রবীন চিকিৎসক জে সি বন্দ্যোপাধ্যায়কে। রবিবার ওই অনুষ্ঠানে সংস্থার পক্ষে এক মেধাবী ছাত্র কার্তিক সাউয়ের হাতে পড়াশোনার জন্য ৬ হাজার টাকা তুলে দেওয়া হয়। সঞ্চালক এস কে বসু জানান, তাঁরা একটি পরিকল্পনা নিয়েছেন। সেই অনুযায়ী, সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর দরিদ্র মেধাবী ছাত্রদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে। উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় বিধায়ক সোহরাব আলি। সোহরাববাবু জানান, তাঁর ব্যক্তিগত খরচে রানিগঞ্জের আইএমএ-র ভবনটি বাতানুকুল করে দেবেন।
|
ঢালাই রাস্তার দাবি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
ঢালাই রাস্তার দাবিতে মাজিদা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন ডাঙাপাড়া গ্রামের বাসিন্দারা। সোমবার ওই ঘটনার জেরে নিজের পঞ্চায়েত ভবনে ঢুকতে পারেননি প্রধান-সহ সরকারি কর্মীরা। পরে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তালা খুলে দেওয়া হয়। বাসিন্দারা জানান, বহুদিন ধরেই পাকা রাস্তার জন্য তাঁরা পঞ্চায়েতে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। পঞ্চায়েত-প্রধান চন্দন বিশ্বাস বলেন, “যে রাস্তার দাবি তাঁরা করেছেন, সেটির কিছু অংশ ঢালাই করা হয়েছে। বাকি রয়েছে প্রায় ৭০ মিটার। বাকি কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয়, সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।’’
|
পাকা রাস্তার দাবি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
রাস্তা ও নর্দমা পাকা করার দাবিতে জামুড়িয়ার পুর-প্রধানের হাতে তৃণমূলের নেতৃত্বে স্মারকলিপি তুলে দিলেন জামুড়িয়ার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার তৃণমূল নেতা অশোক পাল জানান, ১৯৯৫ সালে পুরসভা গঠিত হয়েছে। সতেরো বছর পরেও ২১ নম্বর ওয়ার্ডে চাঁদা তেলিপাড়া ও গড়াইপাড়ার রাস্তা পাকা হয়নি। নর্দমা কার্যত নেই বললেই চলে। কিছু বাসিন্দা বাড়ির জল নিষ্কাশনের জন্য কাঁচা নর্দমা বানিয়েছেন। বৃষ্টির দিনে কার্যত বেহাল অবস্থা হয়। সমস্ত আবর্জনা রাস্তার উপর জড়ো হয়। বারবার দাবি জানিয়েও কোনও প্রতিকার হয়নি। পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
উখড়ায় পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
উখড়া স্টেশনে আসানসোলের ডিআরএম। |
রেললাইন পরিদর্শনের সময় পূর্ব-রেলের আসানসোল ডিআরএমের হাতে সোমবার দাবিপত্র তুলে দিল উখড়া বণিকসভা। তাঁদের দাবি, উখড়ায় বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ, মহিলা টিকিট কাউন্টার এবং সংরক্ষিত টিকিট কাউন্টারের ব্যবস্থা করতে হবে। ডিআরএম জানান, তিনি এ দিন রেললাইন এলাকার সুরক্ষা পরিদর্শনের জন্য সিউড়ি পর্যন্ত সফর করবেন। এই দাবিগুলি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
|
জয়ী আদিবাসী ক্লাব
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
১৯৭তম হুলদিবসে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের উদ্যোগে আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল ঝাঁঝড়া সবুজ সঙ্ঘ আদিবাসী ক্লাব। নাগরাকোঁদা মাঠে ফাইনালে তারা সিরষা তরুণ সঙ্ঘকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। ফাইনালের সেরা বিজয়ী দলের ঝন্টু মুর্মু। প্রতিযোগিতার সেরা হন বিজিত দলের সুনীল সোরেন। পুরস্কার বিতরণের সময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাপতি শিখা কর্মকার।
|
খনিতে সুরক্ষার দাবি, সিটুর বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
খনিগর্ভে সুরক্ষার দাবিতে কাজোড়া এরিয়ার মধুসূদনপুর ৭ নম্বর প্রজেক্টে ঘণ্টা তিনেক উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখাল সিটু। সিটু নেতৃত্ব জানান, এই খনিগর্ভে বিধি মেনে কয়লা কাটা হচ্ছে না। যে কোনও সময়ে অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা রয়েছে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি করেন তিনি। বাধ্য হয়ে তাঁরা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষ জানান, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
কোথায় কী |
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। ক্লাবের মাঠ। উদ্যোগ: ডায়মন্ড ক্লাব।
আসানসোল
বিশেষ আলোচনা: জগদগুরু শ্রীরামকৃষ্ণঃ স্বামী বলভদ্রানন্দ। সন্ধ্যা পৌনে সাতটা। রামকৃষ্ণ মিশন আশ্রম। |
|