|
|
|
|
সিরিয়া নিয়ে সিদ্ধান্ত অধরা জেনিভা বৈঠকে |
সংবাদসংস্তা • বেইরুট |
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল-আসাদকে সরানো নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারল না ন’টি দেশের গোষ্ঠী। জেনিভায় এই দেশগুলির সম্মেলনে গৃহীত পরিকল্পনা আসাদ সরকার বা বিরোধী পক্ষ, কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি।
আসাদ-বিরোধী আন্দোলনের জেরে এখন রীতিমতো গৃহযুদ্ধের পরিস্থিতি সিরিয়ায়। শনিবারও নিহত হয়েছেন ১০০ জন। গত সপ্তাহে মোট ৮০০ জন নিহত হয়েছেন বলে দাবি আসাদ-বিরোধীদের। পরিস্থিতির মোকাবিলায় ন’টি দেশের একটি গোষ্ঠী গঠন করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জ ও আরব লিগের বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয়েছেন কোফি আন্নান। কিন্তু, আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ আসাদকে সরানোর চেষ্টা করলেও বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে রাশিয়া ও চিন। জেনিভা সম্মেলনে সিরিয়ায় একটি নতুন জাতীয় ঐক্য সরকার গঠনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন সংবিধান তৈরি ও নির্বাচন করার দায়িত্ব নেবে এই নতুন সরকার। এই পরিকল্পনা মেনে নিলেও আসাদকে সরানো নিয়ে কোনও প্রস্তাব গ্রহণ করতে রাজি নয় মস্কো ও বেজিং। তাদের বক্তব্য, সিরিয়ায় কী পরিবর্তন হবে তা স্থির করার ভার নেওয়া উচিত সে দেশের মানুষেরই।
সম্মেলনের ফলে স্পষ্টতই হতাশ আসাদ-বিরোধী কো-অর্ডিনেশন কমিটি। কমিটির মুখপাত্র রাফিফ জৌজাতির মতে, এই পরিকল্পনার ফলে আরও এক বছর মানুষকে খুন করার অনুমতি পেল আসাদ সরকার।
সরকারি ভাবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি আসাদ প্রশাসন। তবে শাসক বাথ পার্টির মুখপত্র বলেছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বিভিন্ন দেশ যে অবস্থান নিয়েছিল জেনিভা সম্মেলনেও তারই প্রতিফলন হয়েছে। কিছুটা উল্লসিত আসাদপন্থী অন্য একটি দৈনিক। তাদের বক্তব্য, ইয়েমেন বা লিবিয়ার মতো সিরিয়ায় হস্তক্ষেপের কথা বলা হয়নি জেনিভা পরিকল্পনায়। তাতে বিদেশে সিরিয়ার বিরোধীরা হতাশ হয়েছেন। |
|
|
|
|
|