টুকরো খবর
উধাও রোগীর মৃতদেহ উদ্ধার
হাসপাতাল থেকে উধাও এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। শনিবার রাতে দিনহাটা শহরের ৩ নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়ায় এক বাসিন্দার বাড়ির বারান্দায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ভজন দাস (৬৫)। বাড়ি দিনহাটার পেটলায়। শ্বাসকষ্টের অসুস্থতার জন্য পরিবারের লোকেরা শুক্রবার তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করান। শনিবার রাতে হাসপাতালের পুরুষ বিভাগে চিকিৎসাধীন ওই ব্যক্তি উধাও হয়ে যান। হাসপাতাল কর্মীদের বিষয়টি নজরে পড়লে রাতেই দিনহাটা থানায় ঘটনাটি জানানো হয়। পুলিশ ওই ব্যক্তির খোঁজে তল্লাশ শুরু করলে হাসপাতালের কাছে মদনমোহন পাড়ার এক বাসিন্দার বাড়ির বারান্দায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যার ঘটনা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল বলেন, “রাতেই ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা পুলিশে জানানো হয়। ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় হাসপাতালের গাফিলতি রয়েছে কি না দেখা হচ্ছে।”

খুনের অভিযোগ
পণের দাবিতে বধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পার্বতীপুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম বাসন্তী কর্মকার (২৩)। মৃতার বাবা দীনেশ মাহাতো গঙ্গারামপুর থানায় জামাই ও শ্বশুর-শাশুড়ি সহ মোট ৫ জনের বিরুদ্ধে মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেছেন। আড়াই বছর আগে বালুরঘাটের গোপালপুরের বাসন্তী দেবীর সঙ্গে গঙ্গারামপুরের পরমেশ্বর কর্মকারের বিয়ে হয়। তাদের ৫ মাসের পুত্র সন্তান রয়েছে। শনিবার মালদহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দগ্ধ ওই বধূর মৃত্যু হয়।

বধূ খুনে ধৃত তিন
পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। রবিবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বলাইগাঁও এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম নাসিম আখতার, রমজান আলি ও নুরবাহার খাতুন। শনিবার রাতে সাবিনা ইয়াসমিন (২৬) নামে ওই বধূ অসুস্থ হন। পরিবারের লোক তাঁকে হেমতাবাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে মৃতার বাবা হামিদুর রহমান হেমতাবাদ থানায় অভিযোগ করেন। ধৃত নাসিম বলেন, “খুনের অভিযোগ ভিত্তিহীন। মানসিক কারণে সাবিনা শোওয়ার ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।”

রায়ডাক থেকে উদ্ধার দু’টি দেহ
স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই ভাইবোনের দেহ উদ্ধার হল রায়ডাক নদী থেকে। তুফানগঞ্জ থানার নাককাটিগছ এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, মৃতদের নাম পিঙ্কি ব্যাপারি (১৫) ও রাজ ব্যাপারি (১৩)। সম্পর্কে তারা খুড়তুতো ভাইবোন। আত্মীয়দের সঙ্গে রায়ডাক নদীতে স্নান করতে নেমে শনিবার ওই দুই জন নিখোঁজ হয়। রবিবার ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে তাদের দেহ ভেসে ওঠে। তুফানগঞ্জ-১ বিডিও তাপস সিংহরায় জানান, দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

রাস্তা দখল বালুরঘাটে
ফুটপাত দখল করে দোকান। রাস্তা দখল করে দাঁড়াচ্ছে ছোট গাড়ি ও ট্রাক। ওই পরিস্থিতিতে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া মোড় থেকে সাধনা মোড় পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা জবরদখল মুক্ত করার দাবি পুরসভাকে জানিয়ে লাভ হয়নি। হাই ড্রেনের কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখায় জটিলতা বেড়েছে। বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান অমর সরকার বলেন, “হাই ড্রেনের কাজ দ্রুত শেষ করার চেষ্টা হয়েছে। এ ছাড়াও শহর জুড়ে উচ্ছেদ অভিযান চালানো হবে।”

ট্রেনে কাটা পড়ে মৃত
ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে দিনহাটার কলেজ হল্ট লাগোয়া এলাকায় ওই ঘটনা ঘটে। মৃতের নাম হৃদয় ঘোষ (১৯)। বাড়ি দিনহাটা বাইপাস রোড় লাগোয়া এলাকায়। এদিন সকালে বামনহাট-এনজেপি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.