নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার উত্তরবঙ্গ জুড়ে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পালন করা হল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগে এদিন ছয় শয্যার ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ক্যান্সার আক্রান্তরা কেমোথেরাপি চিকিৎসার জন্য এখানে দিনভর ভর্তি থাকতে পারবেন। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে এ দিন খালপাড়ার পতিতাপল্লিতে স্বাস্থ্য শিবির হয়। এসজেডিএ-র চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষা সঙ্গীতা ভট্টাচার্য-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাকিম পাড়ায় বাসু’জ ক্লিনিক নার্সিং হোমের ডায়াগনিস্টিক সেন্টারের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মিশন হাসপাতালের উদ্যোগে এদিন ফুলবাড়ি মহানন্দা ব্যারাজ এলাকায় একটি স্বাস্থ্য শিবির হয়। শিবিরে চিকিৎসক সত্যজিৎ বসু, আসিফ আলি আহমেদ এবং জয় সান্যাল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে পরামর্শ দেন। |
কোচবিহারেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উদযাপিত হয়। কোচবিহার পুরসভার পক্ষ থেকে বিধান রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান চেয়ারম্যান বীরেন কুণ্ডু। পুরসভার সামনে থেকে ট্যাবলো-সহ ছাত্রছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে। স্বাস্থ্য পরীক্ষা শিবির, পুর এলাকার কৃতীদের সংবর্ধনা দেওয়ার মতো অন্যান্য কর্মসূচিও পালিত হয়। ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের তরফে স্টেশন মোড়ে প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রদেশ ছাত্র পরিষদ সভাপতি রাহুল রায়, সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, কোচবিহার লোকসভা কেন্দ্রের সভাপতি অভিজি দে ভৌমিক। একটি আলোচনা সভার আয়োজনও করেন তাঁরা। দিনহাটা শহীদ কর্নারে বিবর্তন সাহিত্য গোষ্ঠীর তরফে রবিবার সকালে চিকিৎসক দিবসের অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে চিকিৎসক উজ্জ্বল আচার্য সম্পাদিত স্বাস্থ্য বিষয়ক পত্রিকা ‘স্বাস্থ্য বিবর্তন’ প্রকাশিত হয়। সিতাইয়ের বিধায়ক কেশব রায়, পল্লব চৌধুরী উপস্থিত ছিলেন। বক্সিরহাটের রামপুর-২ পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে বিধায়ক কোটার বরাদ্দে অ্যাম্বুল্যান্স তুলে দেন তুফানগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায়প্রধান। রায়গঞ্জ পুরসভার উদ্যোগে এদিন সকালে অনুষ্ঠান হয়। সেখানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোক্তার আলি সর্দার, পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত, আইএমএর রায়গঞ্জ শাখার সম্পাদক সহ প্রশাসনিক কর্তারা। পুরসভার উদ্যোগে বিধানচন্দ্র রায়ের জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা হয়। সকালে পুর চেয়ারম্যান-সহ পুরসভার কাউন্সিলররা হাসপাতাল রোড এলাকায় বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুরসভার উদ্যোগে শহরের কয়েকশো দুঃস্থ মানুষকে বিনে পয়সায় চোখ পরীক্ষা করে চশমা বিলি করা হয়। |