টুকরো খবর
মারধর করে লুঠ
থানার কয়েকশো মিটারের মধ্যেই মারধর করে দু’টি বাড়িতে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে কাশীপুর থানার কল্লোলি গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষুদ্ধ বাসিন্দারা শনিবার ঘটনাস্থলে পরিদর্শনে আসা এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্লোলি গ্রামে বেসরকারি সংস্থার কর্মী জিতেন গোস্বামী ও তাঁর পড়শি শিক্ষক অসিত সাউয়ের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। তাঁদের অভিযোগ, শুক্রবার রাত ২টা নাগাদ দুষ্কৃতীরা দরজা ভেঙে প্রথমে জিতেনবাবুর বাড়িতে ঢোকে। বাধা দিলে তাঁকে ও তাঁর মা’কে দুষ্কৃতীরা মারধর করে। সেখান থেকে তারা নগদ টাকা, সোনার গয়না ও মোবাইল ফোন লুঠ করে। এরপর দুষ্কৃতীরা পাশের অসিতবাবুর বাড়িতে ঢোকে। সেখানেও লুঠপাট করে। ঘটনার খবর পেয়েই পুলিশ গেলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি। স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশের টহল বাড়ানোরও দাবি করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশের টহলও রয়েছে।

পতাকা পোড়ানোর অভিযোগ ওন্দায়
তৃণমূলের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা পোড়ানো ও পার্টি অফিসে শহিদবেদী ভাঙচুর করার অভিযোগ উঠল ওন্দার জাওলাবাদে। বৃহস্পতিবার কিছু তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছে বলে ফরওয়ার্ড ব্লকের চিঙ্গানি অঞ্চল সভাপতি সহদেব সাঁতরা রবিবার থানায় অভিযোগ দায়ের করেন। দলের ওন্দা জোনাল সম্পাদক মানিক মুখোপাধ্যায় বলেন, “তৃণমূলের এই ঘৃণ্য কাজের প্রতিবাদে সোমবার আমরা এলাকায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছি।” যদিও তৃণমূলের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। রেল পুলিশ জানিয়েছে, মৃত বীরবল বাউড়ি’র (২০) বাড়ি রঘুনাথপুর থানার জিয়াড়া গ্রামে। রবিবার সকালে ওই গ্রামের অদূরে রেললাইন থেকে তাঁর দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, ভোরে মালগাড়িতে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

মদ আটক, ধৃত
অবৈধ ভাবে মদের ব্যবসা করার অভিযোগে গত বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নিবারণ দাস। বান্দোয়ানের ধবনি গ্রামের এক বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। ১৮ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

যুবকের অপমৃত্যু
এক যুবকের অপমৃত্যু হল শনিবার। মৃত তরুণ মণ্ডলের (৩৬) বাড়ি সারেঙ্গায়। পুলিশের অনুমান, বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

সম্মেলন
রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমে ঠিকাদারি প্রথার বদলে স্থায়ী কর্মী নিয়োগের দাবি উঠল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত রাজ্য বিদ্যুৎ এমপ্লয়িজ ইউনিয়নের পুরুলিয়া জেলা সম্মেলনে।.শনিবার পুরুলিয়ায় হরিপদ সাহিত্য মন্দিরে এই সম্মেলন হয়। সংগঠনের জেলা সম্পাদক অমর মাহাতো’র অভিযোগ, “বামফ্রন্ট সরকারের সময় থেকে বিদ্যুৎক্ষেত্রে স্থায়ী কর্মী নিয়োগ প্রায় বন্ধ করে ঠিকাকর্মীদের দিয়ে কাজ করান হচ্ছে। সম্মেলনে ঠিক হয়েছে, রাজ্য সরকারের কাছে ওই ঠিকা কর্মীদের স্থানী কর্মী হিসেবে নিয়োগের দাবি জানাব।” উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক অরিজিৎ দত্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.