অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন পুরুলিয়া আদালতের আইনজীবীরা। শনিবার বিধায়ক নেপাল মাহাতো, হাইকোর্টের প্রতিনিধি বিচারপতি অনিরুদ্ধ বসু এবং হাইকোর্টের বার কাউন্সিলের তিন প্রতিনিধির সঙ্গে পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বৈঠকের পরে কর্মবিরতি তুলে নেয় অ্যাসোসিয়েশন।
গত ৫ মে থেকে জেলা জজের এজলাস বয়কট করা শুরু করেছিলেন পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ১৫ মে থেকে তাঁরা আদালতের সমস্ত এজলাসে কর্মবিরতি শুরু করেন। আদালতের কাজকর্ম স্বাভাবিক করতে প্রথমে জেলাশাসক হস্তক্ষেপ করেন। পরে জেলা তৃণমূলের কাযর্করী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন ও বিচার মন্ত্রীকে চিঠি লেখেন। কিন্তু অবস্থার হেরফের হয়নি। এতদিন কর্মবিরতির ফলে জেলার মানুষ কতটা অসুবিধেয় পড়ছেন, তা দিন কয়েক আগে বিধানসভায় তোলেন নেপালবাবু। পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস মাহাতো বলেন, “বিষয়টি সম্প্রতি নেপালবাবু বিধানসভায় তুলেছিলেন। স্পিকারের প্রতিনিধি হিসেবে তিনি শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সম্মানজনক আলোচনা হয়েছে। আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। সোমবার থেকে স্বাভাবিক কাজকর্ম হবে।” নেপালবাবু বলেন, “আমি এই জেলার মানুষের অসুবিধের কথা বিধানসভায় তুলেছিলাম। স্পিকার আমাকে দায়িত্ব দেন। সব পক্ষের সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হয়েছে।” |