দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত ১, আহত ১০
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
ম্যাটাডোর গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শনিবার দুপুরে সন্দেশখালির কানমারি মোড়ের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম জব্বার মোল্লা (২৬)। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, পেশায় সব্জি ব্যবসায়ী জব্বার মোল্লা এ দিন বাইকে মালঞ্চ বাজার থেকে ধামাখালির দিকে যাচ্ছিলেন। পথে উল্টো দিক থেকে আসা একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে ধাক্কা মারলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ম্যাটাডোরের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অন্য দিকে, শুক্রবার রাতে বসিরহাটের গোপালপুর মোড়ে বরযাত্রী বোঝাই ম্যাটাডোর উল্টে ১০ জন বরযাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জন গুরুতর আহতকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বাদুড়িয়ার শিমুলিয়া গ্রাম থেকে ওই বরযাত্রীরা ম্যাটাডোর করে হাড়োয়ার বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। রাত ১০ টা নাগাদ গোপালপুর মোড়ের কাছে চাকা ফেটে যাওয়ায় ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। |
অস্বাভাবিক মৃত্যু বধূর
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম শিবানী পাত্র (২৭)। বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির জয়গোপালপুর গ্রামে। ধামাখালির একটি ইটভাটাতে কাজ করার সূত্রে স্বামী-স্ত্রী মিলে সেখানেই থাকতেন। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর রাতে শিবানীদেবীকে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্ধার করে মহিলার স্বামী ও প্রতিবেশীরা সরবেড়িয়ার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা আত্মঘাতী হয়ে থাকতে পারেন। |
ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্বরূপনগরে ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে কলাবাগান।-নিজস্ব চিত্র। |
ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রমাপদ সরকার (৭০)। তাঁর বাড়ি বসিরহাট মহকুমার স্বরূপনগরের ছোট বাঁকড়া গ্রামে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলের ঝড়ে ছোট বাঁকড়া গ্রামে ঘর চাপা পড়েন রমাপদবাবু, তাঁর স্ত্রী বিজলীদেবী-সহ ৩ জন। তাঁদের সেদিনই বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার অবস্থায় অবনতি হলে রমাপদবাবুকে কলকাতার আরজি কর মেডিক্যালে স্থানান্তরিত করার সময় পথেই তাঁর মৃত্যু হয়। |