একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্বরূপনগর শাখার সার্ভিস ম্যানেজারকে চড় মারার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শেফালি দাস। বাড়ি দত্তপাড়া গ্রামে। শনিবার ধৃতকে বসিরহাট এসিজেএমের আদালতে হাজির করানো হলে বিচারক তাকে জামিনে মুক্তি দেন।
পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, শেফালিদেবী পুলিশ ও ওই ব্যাঙ্কে অভিযোগ জানিয়েছিলেন, গত ১৩ জুন এটিএমে টাকা তুলতে গিয়ে তিনি দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে কেউ ২৫ হাজার টাকা তুলে নিয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
কিন্তু কয়েকদিনের মধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ টাকা দিতে টালবাহানা করছে এই অভিযোগ তুলে গত বৃহস্পতিবার তিনি লোকজন নিয়ে ব্যাঙ্কে চড়াও হন বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক ম্যানেজার অশোক বিশ্বাস বলেন, “ওই মহিলার অভিযোগ খতিয়ে দেখতে এটিএমের ভিডিও ফুটেজ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছিল। এরই মধ্যে গত ২৮ জুন শেফালিদেবী কয়েকজনকে ব্যাঙ্কে নিয়ে এসে কেন তাঁর টাকা দেওয়া হচ্ছে না এই অজুহাতে আমার সঙ্গে ঝগড়া বাঁধান।” তাঁর অভিযোগ, “সে সময় সার্ভিস ম্যানেজার শেফালিদেবীকে ব্যাঙ্কের তদন্তের পদ্ধতির কথা বোঝানোর চেষ্টা করতে গেলে তিনি কোনও কথা না শুনে তাঁকে চড় মারেন।” এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
শেফালিদেবীর অবশ্য দাবি, “এটিএম থেকে টাকা খোওয়া যাওয়ার পর অভিযোগ জানানো সত্ত্বেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ নানা ভাবে টালবাহানা করছিল। কাজটা যাতে দ্রুত হয় তাই কথা বলতে এসেছিলাম। একটু বচসা হলেও কাউকে চড় মারিনি।” পুলিশ এটিএমে টাকা চুরি এবং ব্যাঙ্ককর্মীকে চড়, দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে। |