দলীয় সম্মেলন পণ্ড করার এবং কংগ্রেস কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সকালে গোসাবার শম্ভূনগরের ওই ঘটনায় জখম হয়েছেন চার জন। তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বাড়ুই বলেন, “অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, এ দিন এলাকায় সম্মেলন ছিল ব্লক কংগ্রেসের। তার প্রস্তুতি হিসেবে সকাল থেকে এলাকায় মঞ্চ তৈরি করে মাইক বাঁধা হচ্ছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মী-সমর্থকেরা কংগ্রেসের লোকজনের উপর চড়াও হয়। দু’দলের লোকজনের মধ্যে বচসা, হাতাহাতি হয়। ইতিমধ্যে কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
কংগ্রেস নেতা ও এআইসিসি সদস্য অর্ণব রায় বলেন, “পঞ্চায়েত ভোট উপলক্ষে ওই এলাকায় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আমাদের কর্মী-সমর্থকদের ভয় দেখাতে তৃণমূলের লোকজন পরিকল্পিত ভাবে হামলা চালায়। তাতে আমাদের চার জন কর্মী জখম হয়েছেন।” তিনি বলেন, “সিপিএমকে ক্ষমতা থেকে সরাতে আমরা তৃণমূলকে সমর্থন করেছিলাম। অথচ আজ আমাদের কর্মী-সমর্থকেরা জোট শরিকদের হাতে মার খাচ্ছে। দলীয় কার্যালয়েও হামলা চালাচ্ছে।”
গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “ওরা আমাদের দলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। দলীয় প্রধানের নামে মিথ্যা অপবাদ দেওয়ায় স্থানীয় লোকজন তার প্রতিবাদ করেছে। তার জেরে দু’দলের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এখন ওরা আমাদের বদনাম করতে এ সব বলছে।” |