টুকরো খবর |
তৃণমূলকর্মীর দেহ উদ্ধার, খুনের নালিশ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাস্তায় পড়ে থাকা এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কাঁথির মারিশদায়। মৃত মুজিবর রহমান (৩৬) দেশপ্রাণ ব্লকের কশাফলিয়া গ্রাম সংসদের সচিব ও তৃণমূলের সক্রিয় কর্মী। শনিবার রাতে পারুলিয়ার কাছে বাহিরী-ডিঙ্গলবেড়িয়া রাস্তায় তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। মৃতদেহের পাশে মুজিবরের মোটর সাইকেলটি পড়েছিল। প্রাথমিক ভাবে পথ দুর্ঘটনায় মুজিবরের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হলেও তৃণমূলের অভিযোগ, সিপিএমের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাঁকে খুন করে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে। তৃণমূলের জেলা সম্পাদক মামুদ হোসেনের অভিযোগ, “দেশপ্রাণ ব্লকের শুনিয়াতে ঘাঁটি গেড়ে থাকা সিপিএমের দুষ্কৃতীদের হঠাতে মুজিবর সক্রিয় ভূমিকা নিয়েছিল। এলাকায় জনপ্রিয় ওই কর্মীকে পঞ্চায়েত ভোটের আগে সিপিএম চক্রান্ত করেই খুন করেছে।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত পাত্র অবশ্য বলেন, “তৃণমূলের রাজনৈতিক অস্তিত্ব এমন তলানিতে এসে ঠেকেছে যে দুর্ঘটনায় মৃত ব্যাক্তিকে নিয়েও খুনের অসার অভিযোগ করতে হচ্ছে।” মারিশদা থানার ওসি চম্পক রায়চৌধুরী জানান, দেহটি ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের তরফে এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
|
দিঘার সমুদ্রে নেমে মৃত ছাত্র |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক কলেজ ছাত্র। মৃত রোহিত দে (২০) নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনাখালি গ্রামে তাঁর বাড়ি। শুক্রবার দুপুরে নিউ দিঘার সৈকতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন তিনি। শনিবার সকালে ওল্ড দিঘার সৈকতে তাঁর দেহ মেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই সকালে চার বন্ধুর সঙ্গে দিঘায় এসেছিলেন রোহিত। বেলা ১টা নাগাদ ৫ বন্ধু মিলে নিউ দিঘার ক্ষণিকা ঘাটে স্নানে নামেন। কিছুক্ষণ পরে বন্ধুরা আশপাশে রোহিতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতে দিঘা থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। শনিবার সকালে ওল্ড দিঘার সৈকতে রোহিতের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
|
অপমৃত্যু, স্বামী ধৃত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ। আনন্দপুর থানা এলাকার করঙ্গপোতার বধূ মণিমালা মণ্ডলের (২২) মৃত্যু হয় শুক্রবার রাতে। পুলিশ পৌঁছে দেখে, ঘরের মেঝেয় তাঁর দেহ পড়ে রয়েছে। শ্বশুরবাড়ির লোকজন জানান, গলায় কাপড়ের ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মণিমালা। পরে তাঁর ঝুলন্ত দেহ নামানো হয়েছে। নারায়ণগড় থানার সিধলির বাসিন্দা মণিমালার সঙ্গে বছর দেড়েক আগে করঙ্গপোতার প্রসেনজিৎ মণ্ডলের বিয়ে হয়। তাঁদের আড়াই মাসের কন্যাসন্তান রয়েছে। মণিমালার পরিবারের লোকজন অবশ্য এটিকে ‘আত্মহত্যা’ বলে মানতে নারাজ। মৃতার বাবা মদন মাহালার অভিযোগ, “আমার মেয়েকে খুন করা হয়েছে। কন্যাসন্তান হওয়ার পর অত্যাচার বাড়ে।” মদনবাবু ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মৃতার স্বামী প্রসেনজিৎকে গ্রেফতার করে পুলিশ।
|
বধূর অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়ির ভিতর থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার নন্দাইগাজন গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই বধূর নাম আফসানা খাতুন (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আফসানার সঙ্গে ৯ মাস আগে নন্দাইগাজন গ্রামের যুবক আসিফ ইকবালের বিয়ে হয়েছিল। বেসরকারি সংস্থার কর্মী আসিফ শনিবার বাড়ি ছিলেন না। এ দিন সকালে বাড়ির গাছের নারকেল পাড়া নিয়ে আফসানার সঙ্গে তাঁর জা রুকসানা বেগমের ঝগড়া হয়। এরপর দুপুর থেকে আফসানার সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরের জানলা দিয়ে দেখেন আফসানার দেহ ঝুলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য তমলুক মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
|
আক্রান্ত পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দু’টি ক্লাবের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার উত্তর চড়াইখিয়া গ্রামে ঘটনাটি ঘটে। কাঁথি থানার সাব-ইনস্পেক্টর লক্ষ্মীকান্ত রায়-সহ তিন পুলিশকর্মীকে গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে লক্ষ্মীকান্তবাবুকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটি ফেলে একটি জলাভূমি ভরাট করাকে কেন্দ্র করে স্থানীয় ফ্রেন্ডস্ ক্লাব ও চড়াইখিয়া সঙ্ঘের মধ্যে বিরোধ বাধে শনিবার। পরিস্থিতি সামলাতে কাঁথি থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের উপরেই চড়াও হয়। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তমলুকের শঙ্করআড়া রেল ক্রসিংয়ের কাছে। রেল পুলিশ সূত্রে খবর, মৃত বাসুদেব গোস্বামী (৫৫) তমলুকের পার্বতীপুরের বাসিন্দা। এ দিন সকাল ১১টা নাগাদ হলদিয়া-পাঁশকুড়া শাখার রেলপথে শঙ্করআড়া রেল ক্রসিংয়ের কাছে হাওড়াগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বেশ কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। পুলিশের ধারণা অবসাদের জেরেই আত্মহত্যা করেন তিনি।
|
সচেতনতা সভা |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বাল্যবিবাহ, নারী পাচার বিরোধী আইন, শিশু সুরক্ষা অধিকার ও শিক্ষার অধিকার আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শনিবার কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে সচেতনতা সভার আয়োজন করেছিল কাঁথির মহিলা থানা ও চাইল্ড লাইন। সভায় বক্তব্য রাখেন কাঁথি মহিলা থানার ওসি রানুমিতা রায়, চাইল্ড লাইনের জেলা সংযোজক প্রসেনজিৎ খাঁড়া প্রমুখ।
|
দু’টি অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল হলদিয়ার সুতাহাটা থানা এলাকায়। শনিবার সুতাহাটার গোরনখালিতে বাড়ির কুয়োয় পড়ে মৃত্যু হয় সুদর্শন পাত্র (৪২) নামে এক কৃষিজীবীর। মৃতের স্ত্রী মিনতিদেবী জানান, শৌচালয়ে যাওয়ার সময় পা-পিছলে পড়ে যান সুদর্শনবাবু। এ দিনই বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীর। মৃতের নাম মাধুরী মাজি (১৯)। সুতাহাটার মহম্মদপুরে তাঁর বাড়ি।
|
তড়িদাহত, মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তড়িদাহত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার দুপুরে কাঁথি থানার কাজলা গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের নাম সুভাষ পণ্ডিত (৩০)। বাড়িতে সিলিং ফ্যানের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি।
|
বিদায় সংবর্ধনা |
কাঁথি হাইস্কুলের শারীরশিক্ষার শিক্ষক ভবদেব ভট্টাচার্যের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল শনিবার। |
|