|
|
|
|
তৃণমূলের পুরবোর্ড দখলের বর্ষপূর্তি অনুষ্ঠান চন্দ্রকোনায় |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
ঠিক এক বছর আগে সিপিএম পরিচালিত চন্দ্রকোনা পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা এনে পুরসভা দখল করেছিল তৃণমূল। শহরের দুই অরাজনৈতিক সংগঠন বেকার সমিতি ও নাগরিক সমিতির সঙ্গে জোট বেধেই পুরসভা দখল করতে পেরেছিল তারা। তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে ওই জোট হয়। রবিবার জোট পরিচালিত পুরবোর্ডের বর্ষপূর্তি অনুষ্ঠানে তাই উপস্থিত ছিলেন শুভেন্দু। এ দিন কলকাতার বড় বড় শিল্পীদের এনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পুরভবন চত্বরে। হাজার-হাজার টাকা খরচ করে বর্ষপূর্তি অনুষ্ঠান করা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে পুরসভায়। প্রকাশ্যে এসেছে জোটের দ্বন্দ্বও। |
|
বর্ষপূর্তি অনুষ্ঠানে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী-সহ অন্য নেতারা। |
গত বছর ক্ষমতায় আসার পর শুভেন্দু ঘোষণা করে গিয়েছিলেন, “স্বচ্ছ ভাবে এই জোট পুরসভা চালাবে। এলাকায় উন্নয়নের বন্যা বইবে।” কিন্তু গত এক বছরে সেই অর্থে উন্নয়নের কোনও কাজই চন্দ্রকোনা শহরে হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে বারেবারে। বেকার সমিতির সঙ্গে বেশ কয়েকমাস ধরেই প্রকাশ্যে তৃণমূলের একাংশ এবং নাগরিক কমিটির কাউন্সিলরদের বচসা হচ্ছে। বেকার সমিতির কাউন্সিলর গোবিন্দ দাস বলেন, “আমি পুরসভার জল দফতরের দায়িত্বে। কিন্তু আমাদের পুরো অন্ধকারে রেখেই সব কাজ হচ্ছে। আমরা অপমানিত। তাই আমরা জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।” এ দিনের অনুষ্ঠানও বয়কট করে বেকার সমিতি।
যদিও পুরপ্রধান রাম কামিল্যা বলেন, “পুরসভা ঠিকঠাকই চলছে। কোনও দুর্নীতি হয়নি। নিরপেক্ষ ভাবেই কাজ হচ্ছে।” তবে, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “চন্দ্রকোনা পুরসভা নিয়ে কিছু অভিযোগ এসেছে। আমরা খতিয়ে দেখছি।” এ দিনের অনুষ্ঠানে শুভেন্দু বলেন, “দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমস্যা মেটানোর চেষ্টা করছি।” নতুন আমলে উন্নয়ন হচ্ছে না বলে বিরোধীরা যে অভিযোগ তুলেছেন, সেই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, “এক বছরে উন্নয়নের সব কাজ করা সম্ভব নয়। প্রতিশ্রুতি রক্ষায় আমাদের সরকার যথাসাধ্য কাজ করছে।” অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা ও মেদিনীপুর, খড়্গপুরের পুরপ্রধান প্রণব বসু, জহরলাল পাল উপস্থিত ছিলেন।
|
|
|
|
|
|