|
|
|
|
লরির ধাক্কায় মৃত্যু তিন বাইক আরোহীর |
নিজস্ব সংবাদদাতা • তমলুক
|
লরির ধাক্কায় মৃত্যু হল তিন মোটর সাইকেল আরোহীর। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পীতপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হেমন্ত পাল (২৭), সীমন্ত মাইতি (২৫) ও নারায়ণ পাল (২৮)। হেমন্ত ও সীমন্তের বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার গোপীগঞ্জ গ্রামে। নারায়ণের বাড়ি তমলুক থানার কালিকাপুর গ্রামে। এঁরা প্রত্যেকেই মুম্বইতে সোনার কাজ করতেন। সপ্তাহ খানেক আগে বাড়ি এসেছিলেন ওই তিন যুবক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপুরের রাণীচকগ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন নারায়ণ। শনিবার সকালে সেখান থেকে তাঁকে মোটর সাইকেলে তুলে নেন হেমন্ত ও সীমন্ত। এরপর তিন বন্ধু মিলে ঘাটাল-পাঁশকুড়া সড়ক ধরে তমলুকের দিকে রওনা দেন। পীতপুরের কাছে একটা পেট্রোল পাম্পে তেল ভরে সড়কে ওঠার সময় ঘাটালগামী একটি ছোট লরি ধাক্কা মারে তাঁদের। সড়কে ছিটকে পড়েন তিন জনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক হেমন্তর। স্থানীয় বাসিন্দারা বাকি দু’জনকে উদ্ধার করে পীতপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করে। পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় নারায়ণের। সীমন্তকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, লরিটিকে আটক করা হয়েছে। চালক ও খালাসি পলাতক। |
|
|
|
|
|