|
|
|
|
নিখোঁজ সেই ছাত্র মিলল হলদিয়াতেই |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
|
১০ কোটি টাকা মুক্তিপণ চাওয়ার নাটকের প্রায় এক সপ্তাহ পর খোঁজ মিলল মহিষাদলের নিখোঁজ নবম শ্রেণির সেই ছাত্রের। নিখোঁজ শেখ আরিয়ানকে শুক্রবার রাতে হলদিয়া টাউনশিপ থেকে উদ্ধার করে পুলিশ। অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের ওই ছাত্র বাড়িতে বকাবকির কারণে পালিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে। এ দিকে ওই ছাত্রকে অপহরণের অভিযোগে ধৃত দু’জনকে শনিবার ফের আদালতে তুলেছিল পুলিশ। হলদিয়া মহকুমা আদালত তাঁদের ১৪ দিনের জেল হাজতে পাঠায়। এ দিন আরিয়ানেরও জবানবন্দি নেওয়া হয় আদালতে।
গত ২৩ জুন সকালে টিউশন নিতে হলদিয়ায় গিয়েছিল আরিয়ান। এরপর থেকেই তার আর খোঁজ মিলছিল না। রাতে থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা। আরিয়ানের দাদু শেখ হাসান পুলিশকে জানান, অপহরণকারীরা ফোনে ১০ কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। পরে পাঁচ আত্মীয়ের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগও করে আরিয়ানের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ হলদিয়ার ভবানীপুরের কুমারপুরের বাসিন্দা আজিজুল রহমান এবং মনসুর আলি খানকে গ্রেফতার করে। দু’জনেই পুলিশি জেরায় অপহরণের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।
এ দিকে, গত শুক্রবার রাতে হলদিয়া টাউনশিপে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করার সময় আরিয়ানকে আটক করে পুলিশ। জেরায় সে পুলিশকে জানিয়েছে, বাবা-মায়ের তিরস্কারে বাড়ি ছেড়ে পালিয়েছিল। কিছু টাকা নিয়ে কলকাতায় গিয়েছিল সে। টাকা ফুরিয়ে গেলে বিক্রি করে নিজের মোবাইল। এরপর ফের হলদিয়ায় চলে আসে আরিয়ান। শনিবার আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ প্রামাণিক আরিয়ানের জবানবন্দি নেওয়ার পর তাঁকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। |
|
|
|
|
|