কেশপুরে গোষ্ঠী সংঘর্ষ তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
কেশপুরে ফের গোষ্ঠী-সংঘর্ষে জড়াল তৃণমূল। দু’পক্ষের প্রায় ৮ জন জখম হয়েছে। বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশবাহিনী বিভিন্ন গ্রামে টহলও দিচ্ছে বলে পুলিশ জানিয়েছে। যদিও গোষ্ঠী-সংঘর্ষের কথা অস্বীকার করে তৃণমূলের কেশপুর ব্লকের সভাপতি আশিস প্রামানিক বলেন, “সিপিএমের লোকজন মিছিল করে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে।” সিপিএমের দাবি, “তৃণমূলের সন্ত্রাসের ফলে কেশপুরের সব সিপিএম নেতাকর্মীরাই ঘরছাড়া। তাহলে কী ভাবে আক্রমণ করবে? নিজেদের মধ্যে গোষ্ঠী লড়াইকে সিপিএমের ঘাড়ে চাপাতে চাইছে।” কেশপুরের আর এক তৃণমূল নেতা চিত্ত গরাই বলেন, “আমি একটি অনুষ্ঠানে যোগ দিতে পূর্ব মেদিনীপুর গিয়েছিলাম। শুনলাম সংঘর্ষ হয়েছে। কী ভাবে সংঘর্ষ ঘটল তা খোঁজ নিয়ে দেখব।” |
|
কেশপুরের সংঘর্ষে আহত মেডিক্যালে |
পুলিশ ও তৃণমূল সূত্রে খবর, রবিবার বিকেলে কেশপুর বাজারে বিধানচন্দ্র রায়ের স্মরণে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। একটি গোষ্ঠী যখন সকলকে সভায় হাজির করানোর জোরদার চেষ্টা চালাচ্ছিল তখনই অন্য গোষ্ঠী তাতে বাধা দেয়। প্রথম এই ঘটনা ঘটে খেজুরবনি গ্রামে। সেখানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তারপর তা ছড়িয়ে পড়ে গুণহারা, গরগজপোতা-সহ কয়েকটি গ্রামে। কয়েকটি জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে, তিরও ছোড়া হয় বলে অভিযোগ। তির ও বোমার আঘাতে দু’পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর ও লুঠপাটেরও অভিযোগ এনেছেন তৃণমূলের ব্লক সভাপতি। তিরবিদ্ধ হয়ে আহত জাহির আলিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বাকিদের কেশপুর গ্রামীণ হাসপাতালেই চিকিৎসা চলছে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে ওই সব গ্রামগুলিতে। |
|