|
|
|
|
সমবায়ে রাজনীতি নয়, পরামর্শ মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
সমবায় সমিতিতে রাজনীতি না করার পরামর্শ দিলেন রাজ্যের সমবায়মন্ত্রী হায়দার আজিজ সফি। শনিবার মেদিনীপুরের এক অনুষ্ঠানে তিনি বলেন, “অনেক জায়গায় সমিতির মধ্যে রাজনীতি করা হচ্ছে। এটা বরদাস্ত করা যায় না। রাজনীতির লোকজন সমবায়ে আসুন। সাধারণ মানুষের স্বার্থে মিলেমিশে কাজ করুন।” প্রস্তাবিত সমবায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে এ দিন মেদিনীপুরে আসেন মন্ত্রী। তিনি আরও বলেন, “পশ্চিম মেদিনীপুরে ধান, আলুর চাষ ভাল হয়। সমবায়গুলি যদি ঠিক ভাবে কাজ করে তাহলে কৃষকদের সুবিধা হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, স্থানীয় বিধায়ক মৃগেন মাইতি প্রমুখ। এখন মেদিনীপুরের বিদ্যাসাগর সরণীতে একটি ভাড়াবাড়িতে সমবায় দফতরের কাজকর্ম চলে। এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটির (এআরসিএস) কার্যালয়, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অফ কো-অপারেটিভ অডিটের (এডিসিএ) কার্যালয়, হাউসিং ফেডারেশন, বেনফেডের কার্যালয় প্রভৃতি। এক জায়গায় সমবায় সংক্রান্ত সব দফতর না থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কাগজপত্র নিয়ে তাঁদের বিভিন্ন কার্যালয়ে ঘুরতে হয়। এই সমস্যা সমাধানে প্রতিটি জেলায় সমবায় ভবন তৈরির পরিকল্পনার কথা জানান মন্ত্রী। ইতিমধ্যে আসানসোলে এই ভবন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী ৫ বছরের মধ্যে সব জেলায় সমবায় ভবন তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। মেদিনীপুরে এই ভবন তৈরির জন্য প্রাথমিক ভাবে বরাদ্দ হয়েছে ২ কোটি ৯ লক্ষ টাকা। শনিবার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্ত্রী বলেন, “ভাল ভাবে সমবায়ের কাজ করতে হবে। যে সব সমিতির ৩ বছর হয়েছে, তাদের নির্বাচন করতে হবে। এ জেলার ১৫৩ টি সমিতিতে এ বার নির্বাচন রয়েছে। আমরা চাই, সুষ্ঠু ভাবে নির্বাচন হোক।” |
|
|
|
|
|