উদ্বোধন ঘটল সিএবি-র ওয়েবসাইটের |
শ্রীলঙ্কা সফরে হরভজনকে চান সৌরভ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেশের তরুণ ক্রিকেটারদের কেউ কেউ যে ভাবে স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়ছেন, তা দেখে উদ্বিগ্ন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবারই টি পি সুধীন্দ্র-সহ পাঁচ ক্রিকেটারকে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসনে পাঠিয়েছে ভারতীয় বোর্ড। আর এ দিন সিএবি-র ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে এসে সৌরভ জানিয়ে দিলেন, পাঁচ উঠতি ক্রিকেটারের ব্যাপারে ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত একেবারে ঠিক। অপরাধ করলে শাস্তি পেতেই হবে। |
|
ডাঃ বিধানচন্দ্র রায়ের ছবিতে শ্রদ্ধার্ঘ সৌরভের। সিএবি-তে
ওয়েবসাইট
উদ্বোধনের অনুষ্ঠানে এসে। রবিবার।-নিজস্ব চিত্র |
“আমি জানি না সুধীন্দ্রদের মতো তরুণ ক্রিকেটাররা স্পট ফিক্সিংয়ের মতো ঘটনার সঙ্গে কী ভাবে জড়িয়ে পড়ছে। তবে অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে। বোর্ডের সিদ্ধান্ত ঠিকই আছে,” সিএবি-তে এসে বলছিলেন সৌরভ। রবিবার সিএবি-র অত্যাধুনিক ওয়েবসাইটের (ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ক্রিকেট অ্যাসোসিয়েসন অব বেঙ্গল ডট কম) উদ্বোধন হল। অনুষ্ঠানে সৌরভ ছাড়াও দেখা গিয়েছে প্রণব রায়, লক্ষ্মীরতন শুক্লদের। পঙ্কজ রায় থেকে সৌরভের পরিসংখ্যান, লক্ষ্মীদের এক দিনের ক্রিকেটে ভারতসেরা হওয়ার যাবতীয় তথ্য আছে ওয়েবসাইটে। আছে কিছু দুষ্প্রাপ্য ছবিও। যেমন কলকাতায় প্রবাদপ্রতিম পঙ্কজ গুপ্তর সঙ্গে সস্ত্রীক স্যর ডন ব্র্যাডম্যান। আশির দশকে প্রদর্শনী ম্যাচ খেলতে ইডেনে অমিতাভ বচ্চন। একই সঙ্গে জেলা ক্রিকেটের জন্যও আলাদা একটা ওয়েবসাইট খোলা হল।
অন্য দিকে, ইউরো কাপের পাশাপাশি চলতি ‘ডিআরএস কাপ’ নিয়েও মুখ খুলেছেন সৌরভ। বলে রেখেছেন, “ডিআরএস যদি একশো শতাংশ নির্ভুল হয়, তা হলে ঠিক আছে। নইলে নয়।” পাশাপাশি দাবি তুলেছেন ভারতীয় টিমের আসন্ন শ্রীলঙ্কা সফরে দলে ফেরানো উচিত হরভজন সিংহকে। বলেছেন, “নির্বাচকরা কী করবেন তাঁদের ব্যাপার। কিন্তু ব্যক্তিগত ভাবে মনে করি হরভজনের দলে থাকা উচিত।” |
|