টুকরো খবর
নতুন মরসুমে মহমেডানের নেতা আলফ্রেড
দলের লাইবেরিয়ান স্ট্রাইকার আলফ্রেড কে জারিয়ানকে অধিনায়ক ঘোষণা করল মহমেডান। সহকারী অধিনায়ক করা হল গোলকিপার অর্ণব দাশশর্মাকে। রবিবার সাংবাদিক সম্মেলন করে নতুন মরসুমের ৩৬ ফুটবলারের নাম জানিয়ে দেওয়া হল। কোচ অলোক মুখোপাধ্যায় বললেন, “গত দশ বছরে এ রকম শক্তিশালী দল মহমেডান তৈরি করতে পারেনি।” গত বার আই লিগে ওঠার দরজায় পৌঁছেও শেষ মুহূর্তে ছিটকে যায় শতবর্ষপ্রাচীন ক্লাবটি। সে জন্যই এ বার প্রায় চার কোটি টাকা খরচ করে কর্তারা টিম তৈরি করেছেন। মোহনবাগান থেকে অসীম বিশ্বাস, কিংশুক দেবনাথ, গৌরাঙ্গ দত্ত, ধনরাজন বা প্রয়াগ থেকে জয়ন্ত সেন, সোমনাথ খাঁড়ার মতো নামী ফুটবলার নেওয়ার পাশাপাশি পরিচিত বিদেশিও তারা নিয়েছে দলে। আলফ্রেডের সঙ্গে নাইজিরিয়ান দুই ফুটবলার সানডে এবং ফেমিকে নেওয়া হয়েছে। এশীয় কোটায় দক্ষিণ কোরিয়ার সিন হোজুন রয়েছেন টিমে। মহমেডান প্রেসিডেন্ট সুলতান আমেদ বললেন, “পুরো মাঠের মাটি তুলে নতুন মাঠ তৈরি করছি আমরা। তাই আমাদের সব ম্যাচ ও প্র্যাক্টিস হবে যুবভারতীতে।” ক্লাবের চেয়ারম্যান উজ্জ্বল উপাধ্যায় বললেন, “ক্লাবের লোগো, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিক করব খুব তাড়াতাড়িই।” মহমেডানের অনুশীলন শুরু হবে ৪ জুলাই থেকে।

অলিম্পিকে হামলা রুখতে বসছে ক্ষেপণাস্ত্র
চলতি মাসের শেষে লন্ডন অলিম্পিকের আসরে আত্মঘাতী বিমান হানার ছক কষছে আল কায়দা। এমনটাই আশঙ্কা করছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৫। সম্প্রতি সংস্থা প্রধান জোনাথন ইভান্স জানিয়েছেন, তাঁদের কাছে খবর আছে আবু আব্দুল রহমান নামে মধ্য তিরিশের এক নরওয়ের নাগরিককে এর ভার দেওয়া হয়েছে। আপাতত ইয়েমেনে আত্মঘাতী হামলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাকে। দিন ও হামলা চালানোর জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও গোয়েন্দারা জেনেছেন, কোনও একটি মার্কিন যাত্রিবাহী বিমানকে ছিনতাই করে ৯/১১-র ধাঁচে অলিম্পিকের কোনও একটি স্টেডিয়ামে হামলার ছক কষছে জঙ্গিরা। অলিম্পিক আয়োজক কমিটির পক্ষে জানানো হয়েছে, গেমস চলাকালীন আকাশপথে হামলা থেকে রক্ষা পেতে সেনার টাইফুন যুদ্ধবিমান তৈরি থাকবে। স্নাইপার রাইফেলধারীদের নিয়ে আকাশে চক্কর কাটবে সেনা কপ্টার। সন্দেহজনক যে কোনও বিমানকে গুলি করে নামানোরও ক্ষমতা দেওয়া হয়েছে তাদের। শহরের ছ’টি অঞ্চলে বসানো হচ্ছে বিমানবিধ্বংসী র্যাপিয়ার ক্ষেপণাস্ত্র।

ভারত-পাক টাই যুব এশিয়া কাপ ফাইনালে
ভারত-পাকিস্তানের মধ্যে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনাল রুদ্ধশ্বাস ‘টাই’ হয়ে যাওয়ায় যুগ্মজয়ী ঘোষণা করা হল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৮২-৯ তোলে পাকিস্তানের যুব দল। রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ভারতীয় তরুণেরা। কিন্তু একাই লড়ে যায় অধিনায়ক উন্মুক্ত চাঁদ। অসাধারণ ১২১ রান করে উন্মুক্ত। এশিয়া কাপ ঘরে তোলার জন্য শেষ ওভারে ভারতের দরকার ছিল সাত রান। কিন্তু চতুর্থ বলে অধিনায়ক স্বয়ং আউট হয়ে যান। এর পর পঞ্চম বলে বাউন্ডারি মেরে স্কোর সমান করে রুশ কালারিয়া। শেষ বলে জেতার জন্য দরকার ছিল এক রান। কিন্তু সিঙ্গলস নিয়ে আর দলকে জেতাতে পারেনি কালারিয়া। গ্রুপ ম্যাচে পাকিস্তানের কাছে এক রানে হেরেছিল ভারত।

মেহতাব গেলেন স্কটল্যান্ড
স্কটিশ লিগের দু’টো আলাদা ক্লাবে ট্রায়াল দিতে রবিবার স্কটল্যান্ড উড়ে গেলেন মেহতাব হোসেন। অ্যালান গাও তাঁকে সেখানে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছেন। গাওয়ের বাড়িতেই থাকবেন মেহতাব।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.