|
|
|
|
|
নাদালের হারেই কিন্তু
অঘটনের শেষ নয়
বরিস বেকার |
|
নাদাল এখন নিশ্চয়ই মায়োরকাতে রয়েছে। আর নিশ্চয়ই ভাবছে খেলাধুলোয় এ রকম ধাক্কা যে কোনও প্লেয়ারকেই খেতে হয়। আমার মনে পড়ছে, পঁচিশ বছর আগে পিটার ডুহানের কাছে আমি নাদালের মতোই দ্বিতীয় রাউন্ডে হেরে এ রকমই তীব্র হতাশ হয়ে পড়েছিলাম। তবে তখন টেনিস খেলাটা ছিল, সেই বিশেষ দিনটা এক জন প্লেয়ার কেমন খেলল সেটাই। এবং মাঝেসাঝে এমন এক-এক জন প্রতিদ্বন্দ্বীকে টপকাতে হত যে কিনা সে দিনই জীবনের সেরা ম্যাচটা খেলছে! আমার ধারণা, নাদালের অপ্রত্যাশিত হারটা উইম্বলডনের বদলে রোলাঁ গারোয় ঘটলে ওর কাছে শোকটা আরও বেশি মর্মান্তিক হত। উইম্বলডনে ওর কাছে অন্তত এটুকু তৃপ্তি ছিল যে, এখানে ও এসেছিল একটা অতুলনীয় ক্লে কোর্ট মরসুম কাটিয়ে। এখন ও একটা ছোট বিশ্রাম নিতেই পারে। অবশ্যই ইউরো ফাইনাল দেখতে যেতে পারে। কে বলতে পারে সেটাই স্পেনের সর্বকালের সেরা টেনিস তারকার কাছে নিজের ক্ষতে সেরা প্রলেপ হয়ে উঠবে না? |
|
অ্যান্ডি মারে: সামনে এখন সেরা সুযোগ। |
নাদালের দ্রুত বিদায়ে ওই অর্ধে অ্যান্ডি মারের রাস্তা মসৃণ হয়ে উঠল। মারের এটাই নির্ঘাত উইম্বলডন তথা জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জেতার সেরা সুযোগ। যদিও আমি আশা করছি, সামনের ক’দিন ওকে কয়েকটা চ্যালেঞ্জিং রাউন্ড টপকাতে হবে। যেহেতু ওর দিকে সঙ্গা এবং দেল পোত্রো আছে। গত কয়েক বছরের ভেতর এটাই সবচেয়ে উত্তেজক উইম্বলডন হতে যাচ্ছে। এবং আরও কয়েকটা বড় অঘটন ঘটবে বলে আমার মনে হচ্ছে।
লুকাল রসোলের কাছে নাদালের হারটা অবশ্য উইম্বলডনে ভূমিকম্প ঘটার মতোই। নাদালকে যেন সে দিন কোনও কিছু সম্পূর্ণ ভাবে টলিয়ে দিয়েছিল। ঘাসের কোর্টে যেটা খুব কমই ওর বেলায় দেখা গেছে। আমার মনে হচ্ছে, রসোল বোধহয় ধরেই নিয়েছিল যে, ও ম্যাচটা যে ভাবেই হোক না কেন শেষ পর্যন্ত হেরে যাবে। সে জন্য গোটা ম্যাচ জুড়ে পরের পর অবিশ্বাস্য বিগ সার্ভ করে একটা সুযোগ নিয়ে দেখতে চেয়েছিল। একটা করে বিগ সার্ভ করছিল আর নেটের সামনে এসে যাচ্ছিল আক্রমণাত্মক ভলি নেওয়ার জন্য। ইদানীং সব ধরনের সারফেসেই বেসলাইন থেকে খেলা যে একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তাকে পুরো বুড়ো আঙুল দেখিয়ে রসোল অস্বীকার করেছিল সে দিন।
অনেকেই যাঁরা আমার রেডিও কমেন্ট্রি শুনেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন যে, আমি সব সময় নাদাল, জকোভিচ কিংবা ফেডেরারের বিরুদ্ধে ওদের প্রতিদ্বন্দ্বীদের সার্ভ আর ভলি খেলার জন্য উৎসাহিত করে থাকি। কারণ, ওই তিন সুপার চ্যাম্পিয়নের বিরুদ্ধে বেসলাইনের চার মিটার পিছনে দাঁড়িয়ে খেলে কোনও লাভ নেই। ওরা তিন জন ওই স্টাইলের একেবারে সুপারমাস্টার। এবং ওদের স্টাইলে খেলে ওদের হারানো অসম্ভব।
নাদালের বিরুদ্ধে রসোলের সবচেয়ে বড় কৃতিত্ব, নির্ণায়ক পঞ্চম সেটেও দুর্দান্ত খেলেছিল ও। সাধারণত এ ধরনের লড়াইয়ে ফেভারিটরা এক বার পঞ্চম সেটে ঢুকে পড়তে পারলে শেষ পর্যন্ত ম্যাচ বের করে নিয়ে যায়। নাদালের হারের পরের দিনই ফেডেরার যে রকমটা করে দেখাল। ফ্ল্যামবয়েন্ট ফরাসি হিসেবে সার্কিটে পরিচিত জুলিয়েন বেনেতেউ ফেডেরারকে খাদের কিনারায় পৌঁছে দিয়েছিল। ০-২ থেকে ২-২ করার পথে ফেডেরার চতুর্থ সেটে ওর সমস্ত দক্ষতা আর অভিজ্ঞতাকে জ ড়ো করে জিতেছিল। তবে এক বার সেই কাজে সফল হতেই পঞ্চম সেটে ফেডেরার আর পিছন ফিরে তাকায়নি।
কিন্তু নাদাল ম্যাচে রসোল ব্যতিক্রম হয়ে দেখা দিয়েছিল। আর এ ব্যাপারে ওর সেরা অস্ত্র ছিল গোটা ম্যাচে অসম্ভব ভাল প্রথম সার্ভ। পরের রাউন্ডেই রসোল উইম্বলডন থেকে ছিটকে গেলেও নাদালের বিরুদ্ধে ও ঘাসের কোর্টের ক্ল্যাসিক ম্যাচ উপহার দিয়েছে। রসোলের সাফল্য আশা করব অদূর ভবিষ্যতে আরও অনেক উঠতি টেনিস প্লেয়ারকে নেটের সামনে খেলার ব্যাপারে উৎসাহিত করবে। যেমনটা পুরনো দিনে আমরা খেলতাম। |
|
|
|
|
|