|
|
|
|
‘আমার সেরা গত বারের ইউরো জয়’ |
নিজস্ব প্রতিবেদন |
ইউরো কাপ ফাইনাল খেলতে নামার আগে স্পেনের কিপার অধিনায়ক ইকের কাসিয়াস নিরুত্তাপ। তা ধরা পড়ল এক সাক্ষাৎকারে।
প্রশ্ন: আপনার নেতৃত্বে ইউরো ফাইনালে উঠে স্পেন যা করে দেখাল, তা প্রায় বিরল। অনুভূতিটা কেমন?
উত্তর: অবিশ্বাস্য! এই মুহূর্তে কথায় বলে বোঝাতে পারব না, ঠিক কী চলছে মনের মধ্যে। আমরা একটা প্রতিজ্ঞা নিয়ে এখানে এসেছিলাম যে, ইতিহাস গড়তেই হবে।
প্রশ্ন: একবার ইউরো কাপ, এক বিশ্বকাপ জেতার পরে আবার ইউরো ফাইনাল। কেমন লাগছে? উত্তর: দেখুন, ও ভাবে বাছা যান না। তিনটে তিন রকম অনুভূতি, তিন রকম অভিজ্ঞতা। এ বার যেমন, ইউরো আর বিশ্ব সেরা হিসাবে টুর্নামেন্টে এসেছিলাম বলে আমাদের উপর প্রত্যাশার চাপ অনেক বেশি ছিল। কিন্তু আমাকে যদি বাছতেই হয়, আমি ২০০৮ ইউরোকে বাছব।
প্রশ্ন: মানে বিশ্বকাপকে আগে রাখছেন না?
উত্তর: না। কারণ, ২০০৮-এর আগে টানা চুয়াল্লিশ বছর স্পেনের কোনও ট্রফি ছিল না। আমরা যে জিততে পারি, এটাও কেউ মনে করেনি সেই সময়। সবাইকে ভুল প্রমাণ করে চুয়াল্লিশ বছরের খরা কাটিয়ে দেশকে ট্রফি এনে দিতে পারার গর্বটা অন্য রকম ছিল।
প্রশ্ন: ২০০৮-এ ইতালির বিরুদ্ধে পেনাল্টিতে জয়টাই স্পেনের টার্নিং পয়েন্ট বলে ধরা হয়। সেই ম্যাচটায় দু’টো সেভ করে আপনিই ছিলেন নায়ক। শোনা যায়, সেই সাফল্যের পিছনে আপনাদের গোলকিপার কোচ জোসে ম্যানুয়েল ওচোতেরেনার থেকেও নাকি বিয়ার আর তাপাস-এর ভূমিকা ছিল বেশি?
উত্তর: তা বলতে পারেন! আসলে আমরা তিন গোলকিপার, পেপে রেইনা, আন্দ্রে পালপ আর আমি প্র্যাক্টিসে নিজেদের মধ্যে নিয়মিত পেনাল্টি বাঁচানোর কম্পিটিশন করতাম। যে হারত তাকে অন্য দু’জনকে বিয়ার আর তাপাস খাওয়াতে হত। তার দৌলতেই পেনাল্টি নিয়ে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। ইতালির বিরুদ্ধে ওচোতেরানো প্রতিপক্ষ প্লেয়ারদের পেনাল্টি মারার ধরন নিয়ে প্রচুর তথ্য তৈরি রেখেছিলেন। কিন্তু মানসিক ভাবে একদম তৈরি ছিলাম বলেই সেটা দেখার আমার দরকার পড়েনি।
প্রশ্ন: আপনি নাকি দারুণ ভবিষ্যদ্বাণী করেন? ২০১০-এ আগাম বলে দিয়েছিলেন যে বিশ্বকাপ আপনারাই জিতবেন?
উত্তর: হ্যাঁ, বলেছিলাম। কারণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরে বুঝতে পেরেছিলাম, এটাই আমাদের সময়। আমাদের দল যতটা প্রতিভাবান, আমাদের জেতার খিদেটাও ততটাই প্রবল ছিল। বলতে পারেন, আমাদের জন্য টাইমিংটা এক্কেবারে সঠিক ছিল।
প্রশ্ন: এ বার ইউরোর আগেও কি তেমন কোনও ভবিষ্যদ্বাণী করেছিলেন?
উত্তর: ভবিষ্যদ্বাণী করিনি ঠিকই কিন্তু একটা বিশ্বাস কাজ করছিল। কারণ গত চার বছর আমাদের দলটা মোটামুটি একই আছে। দলে এক জনের সঙ্গে অন্য জনের বোঝাপড়া দারুণ। পরের বিশ্বকাপ আসতে আসতে এই দলের কয়েক জন হয়তো অবসর নিয়ে ফেলবে। |
|
|
|
|
|