কবির জন্মভিটেয় পাঠাগারের দাবি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ১২৫তম জন্মজয়ন্তীতে তাঁর জন্মভিটেয় সরকারি সাহায্যে বাড়ি এবং পাঠাগার তৈরির দাবি ফের উঠল। কালনা-২ ব্লকের পাতিলপাড়া গ্রামে মামারবাড়িতে জন্মেছিলেন কবি। তাঁর জন্মদিবসে পাতিলপাড়া গ্রামে রবিবার নানা অনুষ্ঠান হয়। গ্রামে ঢোকার মুখে কবির একটি আবক্ষ মূর্তি বাসনো হয়েছে। এ দিন সেটির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য-সহ বিশিষ্টজনেরা। পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ বলেন, “আমরা চাই কবির স্মৃতিতে সরকারি সহযোগিতায় তাঁর জন্মভিটায় গড়ে উঠুক বাড়ি এবং পাঠাগার।” মন্ত্রী বলেন, “এ ব্যাপারে শিক্ষা দফতরকে একটি প্রস্তাব দেওয়া যেতে পারে।” গ্রামবাসীরা জানান, বছর পঞ্চাশ আগেও কবির মামারবাড়ির অংশবিশেষ ছিল। সংস্কারের অভাবে তা ভেঙে পড়ে। বর্তমানে শুধু জমিটুকুই রয়েছে। বিকেলে মন্ত্রী কবির জন্মভিটের ফাঁকা জমি ঘুরে দেখেন। অনুষ্ঠানে ছিলেন কবির ছেলে তরুণকান্তি সেনগুপ্ত। তাঁর ক্ষোভ, “এমএ পাঠ্যক্রমে বাবার বেশ কিছু কবিতা রাখা হত। এখন তা কমিয়ে দেওয়া হয়েছে।” মন্ত্রী বলেন, “আমরাও এমএ-তে কবির বেশ কয়েকটি কবিতা পড়েছি। কেন তা কমিয়ে আনা, দেখা হবে।” |
ভেজাল তেল উদ্ধার, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মেমারি থানার আলিপুরে হানা দিয়ে ভেজাল সর্ষে, পাম ও তুষের তেল ভর্তি বেশ কিছু ব্যারেল আটক করেছে জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। শনিবার রাতের এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম মহম্মদ সাহাবুদ্দিন, গিয়াসুদ্দিন মল্লিক ও নৌসাদ মল্লিক। রবিবার ধৃতদের আদালতে তোলা হলে ভারপ্রাপ্ত সিজেএম মধুসূদন পাল তাঁদের ১০ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, বর্ধমানের উপকণ্ঠে পালশিটের আলিপুরে একটি গ্যারেজে কাবরার চালাত সাহাবুদ্দিনেরা। ধৃতদের হেফাজত থেকে ৪০০ লিটার সর্ষের তেল, ১৬০০ লিটার পাম তেল, ৬২০ লিটার তুষের তেল এবং প্রায় ৪০০ লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ। এই গ্যারাজ থেকে একটি পিক-আপ ভ্যান ও মিনি ট্রাকও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যে সব ভোজ্য তেল বোঝাই ট্রাক যাতায়াত করত, তাদের সঙ্গে যোগসাজশে আসল তেল নামিয়ে ভেজাল তেল বা রাসায়নিক মেশানো তেল ট্রাকে তুলে দেওয়া হতে। এই কাজে একটি চক্র জড়িত বলেও সন্দেহ পুলিশের। ধৃতদের জেরা করে এই চক্রে আর যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা করা হবে বলে জানায় পুলিশ। |