নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অশান্তির জেরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) কর্মী সমবায়ের ভোট আগেই ভেস্তে গিয়েছিল। এ বার কর্মীদের সমবায় ব্যাঙ্কের ভোটেও ধুন্ধুমার হল দুর্গাপুরে। এত দিন সিটুর দখলে থাকা ওই ব্যাঙ্কের পরিচালন পর্ষদ ‘ছিনিয়ে’ নিল তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসি।
এক বার স্থগিত হলেও আদালতের নির্দেশে রবিবার দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন পর্ষদের নির্বাচন শুরু হয়। বেলা গড়াতেই সিটুর ক্যাম্প অফিস ভাঙচুর, সমর্থকদের মারধর, বুথ থেকে তাদের এজেন্ট বার করে একতরফা ভোট করানোর অভিযোগ ওঠে আইএনটিটিইউসির বিরুদ্ধে। সিটুর ছয় নেতা-কর্মী জখম হন। পুলিশ ও র্যাফ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিন আইএনটিটিইউসি কর্মী জখম হন। নির্বাচনের ‘অ্যাডমিনিস্ট্রেটর’ ধীরাজ ঘোষ মন্তব্য করতে চাননি। ‘সন্ত্রাসের প্রতিবাদে’ শেষ দু’ঘণ্টা সব বুথের এজেন্ট তুলে নেয় সিটু। পরে সাংবাদিক বৈঠকে পুনর্নির্বাচনের দাবিও তোলা হয়। সিটুর বর্ধমান জেলা নেতা অজিত মুখোপাধ্যায় দাবি করেন, “পরীক্ষা করা হোক, শেষ দিকে যে ভোটগুলি পড়েছে তা প্রকৃত ভোটারদের কি না।”
আইএনটিটিইউসি নেতারা হামলার অভিযোগ উড়িয়ে সিটুর বিরুদ্ধেই ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ তোলেন। রাতে ফল বেরোলে দেখা যায়, গত বার পর্যন্ত যেখানে সব আসন সিটুর দখলে ছিল, এ বার তারা ১৭টি আসন পেয়েছে। ৪০টিতে জিতেছে আইএনটিটিউসি।
সমবায় ব্যাঙ্কের সম্পত্তির পরিমাণ প্রায় ২১৫ কোটি টাকা। সদস্য-সংখ্যা ১৬ হাজার ৯৫২। তিন বছর অন্তর পরিচালন পর্ষদের ভোট হয়। গত ২৯ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার দু’দিন আগে রাজ্য সমবায় দফতর তা স্থগিত করে দেয়। সিটু তার বিরুদ্ধে হাইকোর্টে গেলে ‘অ্যাডমিনিস্ট্রেটর’ নিয়োগ করে ১ জুলাই ভোটের নির্দেশ দেওয়া হয়। ১৭টি বুথের মধ্যে ১২টি বর্তমান ও বাকি পাঁচটি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য নির্ধারিত ছিল। দু’পক্ষই ক্যাম্প অফিস করেছিল। ছিল পুলিশও।
বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও হঠাৎ কিছু লোক এসে সিটুর ক্যাম্প অফিসে ভাঙচুর চালায়। বাধা দিতে গিয়ে সিটু কর্মীরা মার খান। সিটু নেতা তথা সিপিএমের জোনাল সদস্য দীপক ঘোষ চোট পেয়ে হাসপাতালে ভর্তি। জখম আরও ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। সিটুর অভিযোগ, ২টো নাগাদ আইএনটিটিইউসি-আশ্রিত দুষ্কৃতীরা ফের বুথে ঢোকে। প্রতিবাদে সিটুর এজেন্টরা বেরিয়ে গেলে অবাধে ছাপ্পা ভোট দেওয়া হয়।
গত ১৫ এপ্রিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির পরিচালন পর্ষদের ভোটেও বহিরাগতরা বুথে ঢুকে ব্যালট পেপার ছিঁড়ে দিয়েছিল। যদিও আইএনটিটিইউসি ওই হামলার দায় নেয়নি। সিটুর অভিযোগ, সুষ্ঠু নির্বাচন হলে হেরে যাবে বুঝেই তৃণমূলের শ্রমিক সংগঠন সর্বত্র ‘মেরে জিতছে’। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি তথা দুর্গাপুর পুরসভায় সদ্য জিতে আসা কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায় পাল্টা বলেন, “পুরভোটে সিপিএম একই ভাবে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল। ডিএসপি-র সমবায় ব্যাঙ্কের ভোটেও একই ধুয়ো তুলছে। পুরভোটের মতো এখানেও মানুষ ওদের প্রত্যাখ্যান করেছেন।” |