জাতীয় তারকাদের চোখে ইউরো ফাইনাল |
১) কে চ্যাম্পিয়ন হবে?
২) ফল কী হতে পারে?
৩) ম্যান অব দ্য ম্যাচ
কে হবেন?
৪) নতুন কী দেখার আশা করছেন ম্যাচে?
৫) এক্স ফ্যাক্টর কী? |
|
সুনীল ছেত্রী
১) স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ইতালিকেও ফেলতে পারছি না।
২) এ রকম হাড্ডাহাড্ডি ম্যাচে ফল বলা কঠিন।
৩) স্পেন জিতলে ক্যাসিয়াস, ইনিয়েস্তা, জাভি। ইতালি জিতলে বুঁফো বা পির্লো।
৪) ভাল পাসিং, গোল, স্ট্র্যাটেজি।
৫) দুই কোচের স্ট্রাটেজি।
সুব্রত পাল
১) স্পেন ৬০-৪০ এগিয়ে। ম্যাচটা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা।
২) টাইব্রেকারে না গড়ালে স্পেন ১-০ জিততে পারে।
৩) ইনিয়েস্তা বা জাভি
৪) আমি চাই এমন ভাল খেলা হোক যাতে সারা জীবন মনে রাখতে পারি।
৫) বালোতেলি-ই এক্স ফ্যাক্টর। জার্মানি ম্যাচের মতো ও খেলে দিলে স্পেন বিপদে পড়বে।
গৌরমাঙ্গি সিংহ
১) আমি স্পেনের সমর্থক। ওঁরাই আবার চ্যাম্পিয়ন হবে।
২) ম্যাচের ফল হবে স্পেন ২: ইতালি ১। টাইব্রেকারে খেলা গড়াবে না।
৩) ইনিয়েস্তা ছাড়া আর কে হবে?
৪) জার্মানির বিরুদ্ধে ইতালি যা খেলেছে ওই আক্রমণাত্মক খেলাটা দেখতে চাই। দেখতে চাই স্পেনের পাসিং এবং গোল।
৫) বালোতেলি নয়, ফ্যাক্টর পির্লোই। ও খেললে কিন্তু অনেক হিসেব উল্টে যাবে।
মেহতাব হোসেন
১) ম্যাচ ৫০-৫০। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে স্পেন জিতবে।
২) স্পেনের পক্ষে ১-০ হতে পারে। টাইব্রেকার হলেও স্পেন।
৩) পির্লো বা ইনিয়েস্তা।
৪) ভাল পাসিং ফুটবল। মারপিট, হাতাহাতি, কার্ড দেখতে চাই না।
৫) দেল বস্কি কী ভাবে বিশ্বচ্যাম্পিয়নদের ব্যবহার করেন।
রহিম নবি
১) স্পেন আমার ফেভারিট টিম। কিন্তু জার্মানির বিরুদ্ধে ইতালিকে দেখার পর মনে হচ্ছে ওরাই চ্যাম্পিয়ন হবে।
২) ইতালির পক্ষে ১-০ বা ২-০।
৩) স্ট্রাইকাররা গোল পেলেই ভয়ঙ্কর হয়। বালোতেলি-ই হবে।
৪) পির্লো যে ফুটবলটা জার্মানির বিরুদ্ধে খেলেছে সেটা ফাইনালেও পারে কি না। দেখতে হবে স্ট্রাইকারহীন স্পেন কী ভাবে ইতালির ডিফেন্স টপকায়।
৫) স্পেনের মাঝমাঠকে ইতালি খেলতে দিলেই পির্লোদের বিপদ।
|
সাক্ষাৎকার: রতন চক্রবর্তী |