রক্তক্ষয়ী মহাযুদ্ধের আগে এক সেনাপতি রণহুঙ্কার দেবেন অন্য জনের উদ্দেশে। এটাই তো দস্তুর! অথচ স্পেন অধিনায়ক কিনা ফস করে নিজের আদর্শ বলে বসলেন ইতালি অধিনায়ককে!
দস্তুর যতই ভাঙুক, কথাটা ফেরত নিচ্ছেন না ইকের কাসিয়াস। বরং বলছেন, জিয়ানলুইগি বুফোঁর মতো কিংবদন্তির পাশে বেড়ে উঠতে পেরে তিনি ধন্য। কাসিয়াসের কথায়, “গিগি শুধু আমার নয়, আমার মতো আরও অনেকেরই রোল মডেল। দারুণ মানুষ। বিরাট মাপের গোলকিপার। ওকে অসম্ভব শ্রদ্ধা করি।”
চৌত্রিশের বুফোঁর থেকে তিন বছরের ছোট কাসিয়াস ফুটবল বিশ্বের সমীহ আদায়ে জুভেন্তাস তারকার থেকে কোনও অংশে পিছিয়ে নন। বুফোঁ বিশ্বকাপ জিতেছেন, ইতালীয় লিগ সেরা হয়েছেন বহুবার। কাসিয়াসের আবার বিশ্বকাপের পাশে আছে, ইউরো আর রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ। তবু প্রেরণার জন্য বারবার বুফোঁর দিকেই তাকান। বলেছেন, “গিগি এই বয়সেও বিশ্বের অন্যতম সেরা। গত দশ বছর ও একটানা সেরা পাঁচে। ওর মতো কিংবদন্তিকে দেখে অনেক কিছু শিখেছি, ওর মতো হতে চেয়েছি।”
প্রায় সমসাময়িক হয়েও কাসিয়াস কেন বুফোঁয় মুগ্ধ, তার ছোট্ট উদাহরণ ইতালি বনাম জার্মানি ম্যাচটা। জেতা সত্ত্বেও শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল নিয়ে দলকে যখন জোর এক হাত নেন বুফোঁ। গোল খেতে এতটাই ঘৃণা করেন। দুই পোস্টের মাঝের এলাকায় তাঁর এই মস্তানিটাই তাতায় বাকিদের। গোলের সামনে কে বেশি সফল সেই বিতর্ক অবশ্য আছে। ইতালির প্রাক্তন জিয়ানলুকা পাগলিউকা যেমন বলছেন, “দু’জনেই গত দশ বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে কর্তৃত্ব করছে। খালি গিগির ইউরো কাপটা নেই। সেটা এ বার পেয়ে গেলে ও কাসিয়াসের সঙ্গে সমান হবে।” পাগলিউকার মতে, লম্বা বুফোঁর পোজিশন জ্ঞান অসাধারণ, কাসিয়াসের শক্তি পরিস্থিতির ডাকে দ্রুত সাড়া দিতে পারা। “দু’জনে দু’রকম। কিন্তু ইতিহাসে দু’জনেই সর্বকালের সেরা হয়ে থাকবে।”
নিজের আদর্শের সঙ্গে অদ্ভুত মিল কাসিয়াসের কেরিয়ার-গ্রাফের। দু’জনেই খুব কম বয়সে শুরু করে খুব দ্রুত নাম করেন। মাত্র তেইশ বছরের বুফোঁকে পার্মা থেকে সেই সময়ে বিশ্বের রেকডর্র্ মূল্যে কিনেছিল জুভেন্তাস। অন্য দিকে, উনিশ বছরে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন কাসিয়াস। সঙ্গে তাঁর আন্তর্জাতিক পর্যায়ে ৯৫ জয় আর ৭৩ ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড রয়েছে। রবিবার ফাইনালে যা অক্ষত থাক, প্রার্থনায় গোটা স্পেন। তবে অধিনায়ক নিজে মানছেন, ইতালি কঠিন লড়াই। “ওরা বিপজ্জনক টিম। আমাদের কাজ সহজ হবে না।”
দুই অধিনায়কের জন্যই রবিবার এই ইউরোর একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। প্রথম ম্যাচ একে অপরের বিরুদ্ধে শুরু করে তাঁরা শেষও করবেন সেই ভাবে। প্রথম ম্যাচে বুফোঁ বনাম কাসিয়াস ড্র ছিল ১-১। ফাইনালে সেটা হলে পেনাল্টির ফয়সালায় এক জন নায়ক আর অন্য জন খলনায়ক হয়ে ফিরবেন। |