ইউরো-র শেষ ম্যাচটার আগে একটা প্রশ্ন অনেকেই আমাকে করছে। জার্মানিকে উড়িয়ে দেওয়া এই ইতালিকে স্পেন আটকাবে কী করে?
আমি স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কির জায়গায় থাকলে দল সাজাতাম এই ভাবে
১) মাঝমাঠে বেশি পাস নয়: ইতালির মাঝমাঠে চার মিডফিল্ডার থাকবে, তাই ইনিয়েস্তা-বুস্কেতসদের বলব মিডফিল্ডে বিস্তর পাস না খেলতে। খেলাটা ছড়াতে হবে দুই উইংয়ে। না হলে পির্লো-দে রোসিদের পায়ে বারবার জড়িয়ে যেতে হবে। মাথায় রাখতে হবে একটা সুযোগ থেকে গোল করতে গেলে পজেশনের খুব দরকার নেই। পাসিং ফুটবলের পাশাপাশি প্রতি-আক্রমণের কথাটা খেয়াল রেখো।
২) সিলভা নয়, চাই পজিটিভ উইঙ্গার: দাভিদ সিলভা ডান দিক দিয়ে দৌড়তে দৌড়তে কাট করে ভিতরে ঢোকে। এই ম্যাচে স্পেনের দরকার এক জন ভাল উইঙ্গার। যার জন্য আমার পছন্দ পেদ্রো বা নাভাস। যেহেতু ডান দিকের কথা বলছি, তাই নাভাসকেই দলে চাইব।
নাভাসের জন্যই আমার রাইট ব্যাক আরবেলোয়াকে বলব বারবার ওভারল্যাপে না আসতে। কারণ, ও আক্রমণে উঠলেই স্বাধীন ভাবে খেলার ছাড়পত্র পেয়ে যাবে কাসানো। ইতালির বাঁ দিক দিয়ে খেলা এই ফরোয়ার্ডকে সামলাতে সতর্ক থাকতেই হবে আরবেলোয়াকে। |
রুটি খাইয়ে পির্লোকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় তরুণী। কিয়েভে। |
৩) বাঁ দিকে ইনিয়েস্তা-আলবা: মাঝমাঠের পায়ের জঙ্গল এড়াতে মাঠের দু’টো উইংকেই সচল রাখতে হবে। তবে বাঁ দিকের জন্য কোনও পজিটিভ উইঙ্গার চাই না। ওই কাজটা লেফট ব্যাক আলবা-ই করতে পারবে যেমন করে আসছে। ওর সামনে থাকবে ইনিয়েস্তা। যে মাঝেমাঝেই ইনসাইড কাট করে ঢুকে আসবে। মনে রাখতে হবে, এই জায়গাটাতেই ইনিয়েস্তা ভয়ঙ্কর।
৪) জাভি বাদ: আমি জাভিকে প্রথম এগারোয় চাই না। উইং সচল রাখা মানে দু’দিক থেকে বক্সের ভিতর উড়ে আসবে ক্রস। যেগুলোতে পৌঁছনোর জন্য দরকার ভাল হেডার। সেই সঙ্গে শারীরিক ভাবে শক্তিশালী ফুটবলার। জাভি এ জন্যই বাদ যাবে।
তোরেসকে স্ট্রাইকারে খেলাব। তার পিছনে খেলবে ফাব্রেগাস। দু’জনেই শারীরিক ফুটবল খেলতে পারে। তোরেসের হেডটাও ভাল।
৫) বিশেষ নজর রাখো পির্লো, বালোতেলির উপর: ফাব্রেগাসের জন্য বাড়তি দায়িত্ব থাকবে পির্লোকে আটকানোর। পির্লো তো ফাব্রেগাসের ওই পজিশনেই খেলে। ইংল্যান্ড ম্যাচে রুনি এবং জার্মানি ম্যাচে ওজিল ও ক্রুসের উপর এই দায়িত্ব ছিল। তবে ওরা সেই কাজটা ঠিক মতো করতে পারেনি। ফাব্রেগাসকে করতে হবে।
বালোতেলির কথা মাথায় রেখে বলব, যখনই আক্রমণে উঠবে এক জন হোল্ডিং মিডফিল্ডারবুস্কেতস বা আলন্সোকে নীচে রেখে দিও। সেটা না করলে মারাত্মক ভুল হবে। ওদেরই নজর রাখতে হবে বালোতেলির উপর। |