সভাধিপতির গাড়ি আটকাল তৃণমূল |
গত পঞ্চায়েত ভোটের আগে তাঁর দেওয়া প্রতিশ্রুতি আজও কেন পূরণ হয়নি- এই অভিযোগ তুলে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি সিপিএমের পার্থপ্রতিম মজুমদারের গাড়ি আটকে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী-সমর্থকেরা। শুক্রবার সকাল পৌনে ১১টায় রাইপুরের ট্রাফিক মোড়ে, বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে প্রায় ১৫ মিনিট তাঁর গাড়ি আটকে রাখা হয়। পার্থপ্রতিমবাবু রাইপুর থেকে জেলা পরিষদের গাড়িতে বাঁকুড়া যাচ্ছিলেন। তৃণমূলের রাইপুর ব্লক যুব সভাপতি সঞ্জয় লাহার দাবি, “গত পঞ্চায়েত ভোটের আগে রাইপুর সদর এলাকায় স্ট্রিটলাইট ও শিশুউদ্যান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা তথা সিপিএম নেতা পার্থপ্রতিম মজুমদার। কিন্তু তারপর চার বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। সেই প্রতিশ্রুতির কী হল তা জানতে চেয়ে এ দিন সভাধিপতির গাড়ি আটকানো হয়।” পার্থপ্রতিমবাবু অবশ্য বলেন, “এ রকম কোনও প্রতিশ্রুতি আমি দিইনি। রাজনৈতিক কারণে আমাকে হেনস্থা করার জন্য তৃণমূল এ দিন রাস্তায় আমার গাড়ি আটকেছিল। পুরোটাই তৃণমূলের নাটক।”
|
অনুষ্ঠান নিয়ে বিতর্ক কাশীপুরে |
পাট্টা বিলির অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নিয়ে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া। শুক্রবার গৌরাঙ্গডি পঞ্চায়েত এলাকার মাজরামুড়া গ্রামে ভূমিহীন চিত্রকর পরিবারদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিল কাশীপুর পঞ্চায়েত সমিতি। আমন্ত্রণপত্রে বিধায়কের নাম ছিল। তাঁর ক্ষোভ, “পঞ্চায়েত সমিতিতে সিপিএম ক্ষমতায়। তবুও আমি এসেছি। কিন্তু জানতে পারলাম আমন্ত্রণপত্রে রাজ্যসরকারের কথা কোথাও উল্লেখ নেই।” অনুষ্ঠানে উপস্থিত রঘুনাথপুর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুখেন চট্টোপাধ্যায় বলেন, “কার্ডে রাজ্য সরকারের কথা নেই। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।” পঞ্চায়েত সমিতির বন ও ভূমির স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গোপাল মণ্ডল বলেন, “রাজনীতির অভিযোগ ঠিক নয়। কার্ডে বিধায়কের নাম রয়েছে। তা ছাড়া, এখানে পাট্টা দেওয়াটাই আসল। সেটা সফল হয়েছে।” নিজ জমি নিজ গৃহ প্রকল্পে ৪১ জনকে যৌথ পাট্টা ও ১৪ জনকে একক পাট্টা দেওয়া হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু দু’জনের |
গাড়ি থেকে পড়ে মৃত্যু হল এক বাসকর্মীর। মৃতের নাম সুনীল বাউরি (৩০)। বাড়ি মানবাজার থানার কুরুমটাড় গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রে মানবাজারের পেট্রল পাম্পে তেল ভরে সুনীলবাবু গাড়িতে ওঠার সময়ে পড়ে যান। তখন গাড়ির চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। অন্য দিকে, শুক্রবার আদ্রা রেল হাসপাতালের কাছে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে মনীন্দ্রনাথ পাল(৮০) নামে আদ্রার নিউ কলোনির এক বাসিন্দার। মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে ধাক্কা মারার অভিযোগে স্বপন বাউরি নামে দুবরাডি গ্রামের বাসিন্দাকে পুলিশ গ্রেফতার করে। এ দিনই বান্দোয়ান-মানবাজার রাস্তায়, বোরো থানার বসন্তপুর গ্রামের কাছে একটি বাস উল্টে ১৬ জন যাত্রী জখম হন।
|
বাঁকুড়ার তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে পছন্দের কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার শহরে লিফলেট ছড়াল ঠিকাদারদের একটি সংগঠন। সংগঠনের সম্পাদক পিন্টু বরাটের অভিযোগ, “পুরসভায় আরও ঠিকাদার থাকলেও পুরপ্রধান পছন্দের পাঁচ জন ঠিকাদারকে দিয়ে কাজ করাচ্ছেন। বিরোধী দলনেত্রীও চুপ করে রয়েছেন।” পুরপ্রধানের শম্পা দরিপার দাবি, “কুৎসার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।” শিউলিদেবী বলেন, “মিথ্যা অভিযোগে আমার নাম জড়ান হয়েছে।” |