|
|
|
|
খরা কাটাবই, বললেন মোহনবাগানের নতুন কোচ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ওডাফা ওকোলি-টোলগে ওজবেদের ফর্মেশন এ বার মাঝেমধ্যেই বদলাতে পারে মোহনবাগানে! সরকারিভাবে নতুন মরসুমে চিফ কোচের দায়িত্ব নেওয়ার পর সে রকমই ইঙ্গিত দিলেন সন্তোষ কাশ্যপ। বলে দিলেন, “প্রতিপক্ষ দেখেই আমি ফর্মেশন ঠিক করি। এ বার এয়ার ইন্ডিয়াকে নিয়ে ৪-৪-২, ৩-৫-২, ৪-৫-১-র মতো নানা ফর্মেশনে খেলিয়েছি।”
সুব্রত ভট্টাচার্য-প্রশান্ত বন্দো্যপাধ্যায় জুটিকে সরিয়ে মোহনবাগান কর্তারা শুক্রবার দায়িত্ব দিলেন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন কোচ সন্তোষকে। তাঁর মাথায় কোনও টিডি রাখা হচ্ছে না। সহকারি হিসাবে কাজ করবেন বার্নার্ড ওপারনোজি এবং হেমন্ত ডোরা। জোনাথন কর্নারের সঙ্গে ফিজিও হিসাবে আরও একজনকে নেওয়া হবে। কোচিং স্টাফদের নাম ঘোষণা করার পর সচিব অঞ্জন মিত্রই বলে দিলেন, “সন্তোষকে কোচ করে আমরা একটু সাহসী পদক্ষেপই নিয়েছি।”
মোহনবাগান তাঁবুতে সাংবাদিক সম্মেলনে এ দিন নতুন কোচের কাছে বারবার ঘুরে-ফিরে এসেছে একই প্রশ্ন! ওডাফা-টোলগেদের মতো তারকাদের সামলাতে পারবেন? সদস্য-সমর্থকদের প্রত্যাশার চাপ নিতে পারবেন? ট্রফির খরা কাটাতে পারবেন? সচিব-অর্থসচিবের মাঝে বসে সন্তোষ অবশ্য বেশ আত্মবিশ্বাসী। বললেন “যেটুকু পড়াশুনা করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি সেটা দিয়ে আশা করছি পারব। আমার নিজের উপর পূর্ণ আস্থা আছে। তারপর তো ভাগ্য। জার্মানি আমার ফেভারিট দল ছিল ইউরো কাপে। দারুন খেলছিল। ওদেরও তো বিদায় নিতে হয়েছে। তবে আমার লক্ষ্য থাকবে সব ম্যাচ জেতা।” |
|
বাগানের দায়িত্ব নেওয়ার পরে সন্তোষ কাশ্যপ। শুক্রবার। ছবি: শঙ্কর নাগ দাস |
দু’বছর আগে স্ট্যানলি রোজারিওকে হঠাৎ কোচের দায়িত্ব দিয়ে চমকে দিয়েছিল মোহনবাগান। মরসুমের মাঝপথে তাকে বিদায় নিতে হয়েছিল। গত বছর ‘ভাষ্যকার’ কোচ স্টিভ ডার্বিকে আনার মধ্যেও ছিল চমক। তাঁকেও সরে যেতে হয়েছিল চার মাসের মধ্যে। সন্তোষের নির্বাচন অবশ্য আগের সব চমককে ছাপিয়ে গিয়েছে। এয়ার ইন্ডিয়া বাদে আই লিগের কোনও ক্লাবকে সন্তোষ কোচিং করাননি পূর্ণ স্বাধীনতা নিয়ে। মহীন্দ্রায় সহকারী কোচ ছিলেন ডেভিড বুথ এবং ডেরিক পেরিরার সঙ্গে। মুম্বইয়ের অফিস ক্লাবটির সে সময় অবশ্য ছিল স্বর্ণযুগ। সবথেকে বড় কথা সন্তোষ যাঁর জুতোয় পা গলিয়ে মাঠে নামছেন সেই সুব্রত ভট্টাচার্যের ট্রফি-সাফল্য প্রচুর।
১১ জুলাই থেকে মোহনবাগানের কোচ হিসাবে মাঠে আত্মপ্রকাশ ঘটবে সন্তোষের। আজ শনিবার যাচ্ছেন দুর্গাপুরে। সহকারী বার্নার্ডকে নিয়ে আবাসিক শিবিরের সবকিছু খতিয়ে দেখতে। ১৫-২৮ জুলাই ওডাফাদের আবাসিক শিবির।
সন্তোষ নিজে কোচ হিসাবে কোনও ক্লাবকে ট্রফি জেতাতে পারেননি। এ দিন অবশ্য দু’বছর ট্রফিহীন মোহনবাগানকে ট্রফি জেতানোর ‘আশ্বাস’ দিয়েছেন তিনি। “মোহনবাগান এবার যথেষ্ট ব্যালান্সড টিম। ভাল একটা মরসুম উপহার দিতে পারব আশা করছি। এয়ার ইন্ডিয়ায় অবনমন বাঁচানোর চ্যালেঞ্জ ছিল। এখানে অন্য চ্যালেঞ্জ।” সন্তোষ কাশ্যপের পরীক্ষা শুরু হচ্ছে ৮ অগস্ট। এয়ারলাইন্স কাপে। তারপর কলকাতা লিগ।
কেন সুব্রত-প্রশান্ত জুটিকে সরিয়ে সন্তোষকে নির্বাচন করা হল তার কোনও ব্যাখ্যা দিতে চাননি মোহন-সচিব। বললেন, “আমাদের ক্লাবে কোচ আসে-যায়। সাফল্য পেলে থাকে। না পারলে সরে যায়।”
তাঁকে সরিয়ে সন্তোষকে কোচ করা নিয়ে মুখ খুলতে চাননি সুব্রত ভট্টাচার্যও। হাসতে হাসতে বললেন, “শুভেচ্ছা রইল। এতে যদি মোহনবাগানের ভাল হয় হোক।” |
|
|
|
|
|