|
|
|
|
ডিআরএস নিয়ে ভারতীয় বোর্ডের পালে নতুন হাওয়া |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইউরো কাপ যখন শেষ পর্যায়ে, তখন ক্রিকেটে ডিআরএস নিয়ে যা উত্তেজনা স্বচ্ছন্দে তাকে ‘ডিআরএস কাপ’ শিরোপা দেওয়া যায়। এক দিকে পুরো শ্বেতাঙ্গ দুনিয়া ও আইসিসি। অন্য দিকে শুধু ভারত। টনি গ্রেগ লর্ডসে কাউড্রি স্মৃতি বক্তৃতায় ভারতীয় বোর্ডকে তুলোধোনা করেছিলেন। তা নিয়ে ঝড়ও উঠেছিল। সেখানে গ্রেগের বক্তব্যকে শুক্রবার উড়িয়ে দিয়ে ভারতীয় বোর্ডের পাশে দাঁড়িয়েছেন মার্টিন ক্রো। প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক শুধু গ্রেগের বক্তব্যকে খন্ডনই করেননি, পাল্টা বলেছেন ডিআরএস নিয়ে ইয়র্কারে বোল্ড হয়েছেন টনি গ্রেগ। “ডিআরএস নিয়ে বক্তব্য রাখার অধিকার অবশ্যই ভারতের আছে। এবং ওরাই একমাত্র সাহস দেখিয়েছে ভুল প্রযুক্তি নিয়ে প্রশ্ন তোলার,” বলেছেন ক্রো।
ক্রো-র বক্তব্যের পরে ভারতীয় বোর্ডের অবস্থান অনেক জোরালো দেখাচ্ছে। অতীতে বারবার সচিন, দ্রাবিড়, কুম্বলেরা ডিআরএস নিয়ে আপত্তি তুলেছে। এখন ফের প্রমাণ হচ্ছে আইসিসি-কে ভারতের বক্তব্য অন্যদের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে হয়। রবি শাস্ত্রী যেমন বলছেন, “মার্টিনকে ধন্যবাদ। গত বছর কমেন্ট্রি বক্সে নাসের হুসেনের সঙ্গে যখন আমার এই নিয়ে তর্ক হয়েছিল তখন অনেকেই আমার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন নিশ্চয়ই পরিষ্কার আমি কী বলতে চেয়েছিলাম। অন্তত আমি যে ফরাসিতে কথা বলছিলাম না সেটা পরিষ্কার। নিরপেক্ষ এবং শ্বেতাঙ্গ দেশের প্রতিনিধি মার্টিনই তো এখন ভারতীয় বোর্ডের পক্ষে বলছে।” টনি গ্রেগের বক্তৃতা নিয়েও সরব রবি। বলছেন, “ওটা শুনলে মনে হবে কাউড্রি মেমোরিয়াল লেকচার নয়। ইন্ডিয়ান বোর্ড মেমোরিয়াল লেকচার!” শাস্ত্রীর মনে হচ্ছে ক্রিকেটদুনিয়া যা-ই ভাবুক, ভারতকে ছাড়া গতি নেই। নতুন ডিআরএস বিতর্ক নিয়ে তাই বলছেন, “দেখে বোঝা যাচ্ছে লোকে ভারতীয় বোর্ডের বাইরে ভাবতেই পারছে না। পিপল ইট, ড্রিঙ্ক অ্যান্ড স্লিপ বিসিসিআই!”
বেঙ্গালুরু থেকে ফোনে প্রাক্তন ভারতীয় স্পিনার এরাপল্লি প্রসন্নও একই পথের পথিক। বলছেন, “ডিআরএস কতটা নির্ভুল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। ভারতীয় বোর্ড নিজেদের বক্তব্য জানিয়েছে। অনেক ভারতীয় তারকারও এতে আপত্তি আছে। ক্রো-র বক্তব্যে পরিষ্কার আমাদের ক্রিকেটারদের মতামতে সারবত্তা আছে।” বিষেণ সিংহ বেদী অবশ্য এই বিতর্কে ঢুকতে চান না। বললেন, “ক্রো-র বক্তব্য শুনিনি। তা ছাড়া এটা আইসিসি আর বিভিন্ন বোর্ডের ব্যাপার।” |
|
|
|
|
|