|
|
|
|
বাংলায় আসা নিয়ে বেদী উৎসাহী, ধন্দে বিশ্বনাথ |
রাজর্ষি গঙ্গোপাধ্যায় • কলকাতা |
এক জন প্রবল উৎসাহী। অন্য জন ধন্দে।
ওয়ার্কিং কমিটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আনা প্রস্তাব নিয়ে যখন সিএবি জুড়ে তুমুল আলোচনা চলছে, তখন বিষেণ সিংহ বেদি জানিয়ে দিলেন যোগ্য প্রস্তাব পেলে বাংলা ক্রিকেটের হাল ধরতে তাঁর কোনও আপত্তি নেই। উল্টো দিকে, গুন্ডাপ্পা বিশ্বনাথ আবার সংশয়ে। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম বিশ্বনাথের মনে হচ্ছে সিএবি-র সরকারি প্রস্তাব এলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারবেন কি না জানেন না। কারণকর্নাটক ক্রিকেট সংস্থার অ্যাকাডেমির দায়িত্ব। একমাত্র সেখান থেকে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট পেলে তবেই ভাববেন।
আজ শনিবার সৌরভের যাবতীয় প্রস্তাব লিখিত ভাবে জমা দেওয়ার কথা সিএবিতে। কিন্তু বুধবারই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলা কোচ ডব্লিউ ভি রামনের সঙ্গে চাই এমন দু’জন বিশিষ্ট ক্রিকেটব্যক্তিত্ব, যাঁরা কিনা পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। সৌরভের বক্তব্য ছিল, ব্যাটিংয়ের জন্য আনা হোক বিশ্বনাথকে। আর স্পিনার তোলার জন্য চাই বেদিকে। যা শুনে দিল্লি থেকে ফোনে প্রথমে অট্টহাসি। তার পর আনন্দবাজারকে বেদির উত্তর, “সৌরভ বলেছে এই কথা? দেখুন, ওর সঙ্গে অতীতে আমার বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যা অবদান, সেটা আমি কী ভাবে অস্বীকার করব?” ভারতীয় ক্রিকেটে বেদি আর সৌরভের সম্পর্ক কেমন, সেটা ক্রিকেটমহলের কারওরই অজানা নয়। অতীতে নানা বিষয় নিয়ে দু’জনের তীব্র মতবিরোধ হয়েছে। এমনকী সৌরভ তাঁর নাম প্রস্তাব করার পরেও প্রশ্ন উঠেছিল, কেন বেদির নাম করলেন সৌরভ? “নিশ্চয়ই ভেবে চিন্তেই করেছে। সৌরভের ক্রিকেটমস্তিষ্ক নিয়ে আমার কোনও সন্দেহ ছিল না। আর আমি সব কিছুর ইতিবাচক দিকটা দেখতেই ভালবাসি,” বলছিলেন ভারতের কিংবদন্তি স্পিনার। সিএবি থেকে এখনও সরকারি প্রস্তাব যায়নি। কিন্তু প্রস্তাব এলে? তিনি তো জম্মু-কাশ্মীর ক্রিকেটের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন? বেদি সে ভাবে পাত্তা দিচ্ছেন না। বলছেন, “ঠিকঠাক প্রস্তাব পেলে কেন আসব না? জম্মু-কাশ্মীর ক্রিকেটের সঙ্গে আমি জড়িয়ে ঠিকই। কিন্তু ভাল প্রস্তাব পেলে নিশ্চয়ই গুরুত্ব দিয়ে ভাবব। বাংলা ক্রিকেটের জন্য তরুণ প্রতিভা তুলে আনতে পারলে আমার ভালই লাগবে।” বেদীর মতো প্রসন্নও আবার বাংলায় আসতে আগ্রহী। ফোনে বললেন, “সিএবির প্রস্তাব পেলে নিশ্চয়ই আসব।”
সংশয়ের কাঁটা শুধু বিশ্বনাথকে নিয়ে। ভাল প্রস্তাব পেলেও সিএবি-তে আসা নিয়ে যিনি ধন্দে। “কেএসসিএ-র অ্যাকাডেমিটা পুরোটাই আমাকে দেখতে হয়। সিএবি থেকে কেউ কিছু বলেনি এখনও। বললেও জানি না কী করব। কেএসসিএ-র সঙ্গে কথা বলে দেখতে হবে। ওরা ছাড়তে রাজি হবে কি না সেটাও জানি না। আপাতত কিছু ভাবছি না,” বেঙ্গালুরু থেকে বলে দিলেন তিনি। |
|
|
|
|
|