গড়াপেটা মামলায় ন্যায়বিচার পাননি বলে দাবি করে সলমন বাট জানালেন, পাকিস্তানে প্রকাশ্যেই নতুন করে তাঁর বিচার হওয়া উচিত। ২০১০-এ ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে মামলা হয় বাট, মহম্মদ আমের এবং মহম্মদ আসিফের বিরুদ্ধে। তিনজনেরই কারাদণ্ড হয়। ব্রিটেনের জেল থেকে গত সপ্তাহে ছাড়া পেয়েছেন বাট। এবং প্রায় সঙ্গে সঙ্গেই দাবি করেছেন যে তিনি নির্দোষ। “সব প্রমাণ খতিয়ে দেখলেই বোঝা যাবে, আমি ন্যায়বিচার পাইনি। পাকিস্তানের আদালতে এই ব্যাপারে প্রকাশ্যে বিচার করা হোক। আমি নিশ্চিত তাতে প্রমাণ হয়ে যাবে যে আমি নির্দোষ,” বলেছেন বাট। আত্মপক্ষ সমর্থনে আরও বলেছেন, “নিজের বিরুদ্ধে একটাও অভিযোগ আমি স্বীকার করি না। আমার বিরুদ্ধে যা প্রমাণ ছিল, সেগুলো দেখলেই বোঝা যাবে যে স্পট-ফিক্সিংয়ের সঙ্গে আমি জড়িত ছিলাম না। জানি না কারা স্পট-ফিক্সিং করেছিল, কারা গোটা ব্যাপারটা নিয়ন্ত্রণ করেছিল। এটুকু বলতে পারি যে আমি কিছু করিনি।” তা হলে কেন তাঁর হোটেলের ঘর থেকে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর ছাপ দেওয়া টাকা পাওয়া যাবে? বাটের ব্যাখ্যা, “হ্যাঁ, সাড়ে চার হাজার পাউন্ড ছিল। একটা আইসক্রিম পার্লারের উদ্বোধন করার জন্য মজিদের কাছ থেকে আগাম আড়াই হাজার পাউন্ড পেয়েছিলাম। জানতাম না ওই নোটগুলোয় কোনও বিশেষ ছাপ ছিল। ওটা আমার টাকা। রসিদও আছে।”
|
ফুটবলাররা তাঁর সম্পর্কে শুধু শুনেছেন, সামনাসামনি চোখে দেখার সৌভাগ্য হয়নি। তাই মাসকাটে অনুশীলনের ফাঁকে ভারতীয় ফুটবল দলের নতুন কোচ উইম কোভারম্যান্স যখন আর্থার পাপাসের অনূর্ধ্ব-২২ দলের ফুটবলারদের সঙ্গে প্রথম দেখা করলেন, তখন সেই সাক্ষাৎ বদলে গেল এক বিশেষ মুহূর্তে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্র হলে কী হবে, প্রথম দেখাতেই কোভারম্যান্সের মন জয় করে নিল পাপাসের দল। ভারতের নতুন কোচ বলেছেন, “ভারতের খেলা খুব ভাল লাগল। অবশ্যই ফুটবলের আরও উন্নতি করা দরকার। কিন্তু এটাও ঠিক, ভারতের চেয়ে অনেক শক্তিশালী দল সংযুক্ত আরব আমিরশাহি। সেখানে আমরা কিন্তু জিততে পারতাম।” ভারতের কোচ হওয়ার আগে এখনকার ফুটবল সম্পর্কে তাঁর কী ধারণা ছিল, সেটাও ব্যাখা করেছেন কোভারম্যান্স। তাঁর কথায়, “আয়ার্ল্যান্ডের সঙ্গে এখানকার ফুটবলের অনেক মিল আছে। কিন্তু আন্তর্জাতিক স্তরে ফুটবলের মান খুব বেড়ে গিয়েছে। সেখানে ভারতকে জায়গা করতে হলে অনেক পরিশ্রম করতে হবে। ভারতকে স্বপ্ন দেখাতে পারে তরুণরাই।”
|
নার্সারি ফুটবলের ফাইনালে উঠল মোহনবাগান। শুক্রবার অমিয় ঘোষের দল ৩-১ হারাল হাওড়া সহযাত্রীকে। বাগানের গোলদাতা কৃশানু সাঁতরা, অর্ঘদীপ পাল, পিন্টু মাহাতো। এ দিন আই এফ এ-র সহ সভাপতি নির্বাচিত হলেন সুব্রত দত্ত, কুমারশঙ্কর বাগচি এবং কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। |