|
|
|
|
বটানিক্যাল |
প্রাতর্ভ্রমণের পরিচয়পত্র দেড়শো টাকায়, জানাল কোর্ট |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রাতর্ভ্রমণকারীদের বার্ষিক পরিচয়পত্র তৈরির জন্য ১৫০ টাকা দিতে হবে বলে জানিয়ে দিল আদালত। বটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ পরিচয়পত্রের জন্য ২০০ টাকা ধার্য করেছিলেন। কিন্তু প্রাতর্ভ্রমণকারীরা কোনও রকম টাকা দেওয়ার বিরোধী ছিলেন। তাই তাঁরা আদালতের দ্বারস্থ হন।
২০০৫ সালে হাইকোর্ট নিয়োজিত কমিটি বটানিক্যাল গার্ডেনে প্রবেশমূল্য চালু করার সুপারিশ করে। তার পর থেকেই সাধারণের জন্য পাঁচ টাকা করে প্রবেশমূল্য ধার্য করা হয় এবং প্রাতর্ভ্রমণকারীদের পরিচয়পত্র দেখিয়ে গার্ডেনে ঢুকতে দেওয়ার সুপারিশ করা হয়। সেই পরিচয়পত্র তৈরির জন্য বার্ষিক ১০০ টাকা করে ধার্য করে গার্ডেন কর্তৃপক্ষ। কিন্তু মাত্র কয়েক জনের পরিচয়পত্র তৈরি করার পরেই ওই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এ বার নতুন করে তা চালু করতে গেলে প্রাতর্ভ্রমণকারীরা আদালতে যান। শুক্রবার বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং অসীমকুমার মণ্ডলের ডিভিশন বেঞ্চ জানায়, যাঁদের পুরনো পরিচয়পত্র আছে তাঁরা এ বারও ১০০ টাকাই দেবেন। যাঁদের বয়স ৬৫ বছরের বেশি, তাঁরা ৫০ টাকা করে দেবেন। আদালত এ দিন গার্ডেন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, পরিচয়পত্রের ফর্ম বিক্রি করে যে টাকা আদায় হচ্ছে এবং এই বাবদ যে টাকা খরচ হল, তার সম্পূর্ণ হিসাব আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে।
পরিবেশকর্মী সুভাষ দত্তের করা জনস্বার্থ মামলার ভিত্তিতেই বটানিক্যাল গার্ডেনে প্রবেশমূল্য চালু হয়। এ দিন ডিভিশন বেঞ্চ সুভাষবাবুকেও এই ব্যাপারে হলফনামা জমা দিতে বলে। যে মামলার ভিত্তিতে গার্ডেনে প্রবেশমূল্য চালু হয়েছে, সেই মামলা এখনও বিচারাধীন। তবুও গার্ডেন কর্তৃপক্ষ আদালতকে না জানিয়ে পরিচয়পত্র তৈরির টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আদালত এ দিন ক্ষোভ প্রকাশ করে। |
|
|
|
|
|