বিয়ের চার দিন আগে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বেলুড়ে। পুলিশ জানায়, ওই যুবকের নাম অজয় সরকার (২৮)। পুলিশ সূত্রে খবর, বালি সাঁপুইপাড়া নৃপেন্দ্র পল্লির বাসিন্দা অজয় বেলুড়ের একটি ব্যাগ তৈরির কারখানার কর্মী। বাবা-মা মারা যাওয়ার পর থেকে একাই থাকতেন তিনি। গতকাল, শুক্রবার ছিল তাঁর বিয়ের দিন। কিন্তু সোমবার বিকেলের পর থেকে অজয়ের খোঁজ মিলছে না বলে তাঁর পরিবারের দাবি। অজয়ের পরিবার পুলিশকে জানিয়েছে, সোমবার বিকেলে হাওড়ায় যাওয়ার নাম করে আনন্দনগরে এক কাকার বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা হন অজয়। সোমবার রাত থেকেই তাঁর মোবাইল বন্ধ ছিল। অজয়ের এক দিদি পুতুল গোস্বামী বলেন, “ওই দিন বিকেলে পাত্রীর ফোন এলে ভাই বেরিয়ে যায়।” তিনি আরও জানান, সোম ও মঙ্গলবার অজয়ের ফোন বন্ধ থাকলেও আত্মীয়েরা ভাবেন তিনি কাজে ব্যস্ত রয়েছেন। কিন্তু বুধবার অজয়ের প্রতিবেশীদের থেকে তাঁরা জানতে পারেন সোমবারের পর থেকে অজয়ের খোঁজ নেই। বৃহস্পতিবার বালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তবে, পাত্রীর পরিবারের করফে জানানো হয়েছে, নির্দিষ্ট দিনেই অন্যত্র বিয়ে হয়েছে পাত্রীর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
|
অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ |
প্রাইভেট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। চুঁচুড়ার ভগবতীডাঙার বাসিন্দা অভী ভট্টাচার্য নামে ওই কিশোর পড়ে ব্যান্ডেলের ডনবসকো স্কুলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্কুল থেকে ফিরে বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রাইভেট টিউশন পড়তে সাইকেল নিয়ে বেরিয়েছিল সে। যাওয়ার সময়ে বাড়ির একটি মোবাইল ফোন সঙ্গে নেয়। পাশেই অভীর মামাবাড়ি। সেখানে গিয়ে দাদুর মোবাইল ফোনটিও নেয়। অভীর পড়তে যাওয়ার কথা ছিল ব্যান্ডেলের বালির মোড়ে। ফেরার কথা রাত সাড়ে ৯টার মধ্যে। কিন্তু সাড়ে ১০টা বেজে গেলেও ছেলে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোকজন। বার বার মোবাইলে ফোন করা হলেও দু’টি ফোনই ছিল স্যুইচড্ অফ। তারপর থেকে আর কোনও খোঁজ নেই ছেলেটির। পর দিনটা আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে কেটে যায়। বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করে অভীর পরিবার। ওই কিশোরের বাবা অশোকরঞ্জন প্রাক্তন সেনাকর্মী। মা শম্পাদেবী বলেন, “পড়াশোনা নিয়েই থাকে ছেলেটা। ছবি আঁকে। বাইরে তেমন মেলামেশা নেই। কোথায় চলে গেল, কিছুই বুঝে উঠতে পারছি না।” তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। |