|
|
|
|
সিঙ্গুরে আজ শুরু চাল-টাকা বিলির প্রক্রিয়া |
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
নতুন করে সিঙ্গুরে জমি-আন্দোলনে ফিরছে তৃণমূল। শনিবার সেখানে মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। ওই দিনই অনিচ্ছুক চাষি-খেতমজুরদের সরকারি সাহায্যের টাকা-চাল পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার।
হুগলি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার সিঙ্গুর ব্লক অফিস থেকে সরকারি সাহায্যের ২ টাকা কেজি দরে মাসে ৮ কেজি চালের কুপন বিলির কাজ শুরু হবে। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে অনিচ্ছুক চাষিদের পরিবার-পিছু মাসে ২ হাজার টাকা সাহায্য দেওয়ার প্রথম পর্যায়ের কাজ চলবে।
জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন বলেন, “পর্যায়ক্রমে চাল-টাকা দেওয়ার কাজ হবে।” জেলা প্রশাসন সূত্রের খবর, প্রায় ৩৮০০ পরিবারের তালিকা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির কাজ শেষ। সব নথিপত্র খতিয়ে দেখে শনিবার থেকেই অনেকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে।
বাড়তি সরকারি সাহায্যকে ‘মন্দের ভাল’ বললেও জমি দ্রুত ফেরত দেওয়ার দাবি রয়েছে সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের মধ্যে। এমনকী, জমির চেক নেবেন কিনা, সে চিন্তাও ঘুরপাক খাচ্ছে কয়েক জনের মাথায়। আদালতের বাইরে গিয়ে জমি-জট মেটাক রাজ্য, এমনটাও চান অনেকে। এই পরিস্থিতিতেই সিঙ্গুরে অনিচ্ছুক চাষি-খেতমজুরদের নিয়ে নতুন করে আন্দোলনে নামছে তৃণমূল।
ওই দিন থেকে পৃথক আন্দোলনে নামছে জেলা কংগ্রেসও। পৃথক মিছিল করবে তারাও। কৃষিরক্ষা কমিটির আহ্বায়ক তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না বলেন, “সিঙ্গুরবাসীর পক্ষে আগেও আন্দোলন করেছি। ফের আন্দোলনে নামছি। ওঁরাও আমাদের উপরে ভরসা রাখছেন। অনিচ্ছুকদের জমি ফেরাতে সরকার বদ্ধপরিকর।” |
|
|
|
|
|