|
|
|
|
সর্বজিতের মুক্তি চেয়ে সলমনের বার্তা জারদারিকে |
সংবাদসংস্থা • মুম্বই |
সর্বজিৎ সিংহকে মুক্তি দিতে পাকিস্তানের ‘হৃদয়ের’ কাছে আবেদন জানালেন সলমন খান। আজ একই অনুরোধ জানিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে পঞ্জাব বিধানসভায়। মঙ্গলবার সর্বজিৎকে মুক্তি দেওয়া হচ্ছে বলে প্রথমে জানায় পাকিস্তান। পরে ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়, বোঝার ভুল। সর্বজিৎ নয়, মুক্তি দেওয়া হচ্ছে সুরজিৎ সিংহকে।
স্বভাবতই উচ্ছ্বাসের পরে হতাশায় ভেঙে পড়ে সর্বজিতের পরিবার। সর্বজিতের বোন দলবীর কৌরের একটি ছবি দেখেছিলেন সলমন। টুইটারে তিনি লিখেছেন, “ইট কিলড্ মি”। নিজে কতটা বিচলিত তা বোঝাতে “কিলড্” শব্দটির শুরুতে বড় হরফ ব্যবহার করেছেন সলমন। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও তাঁর সরকারের পাশাপাশি পাকিস্তানের সাধারণ মানুষের সমর্থনও চান সলমন। তাঁর আবেদন, “সর্বজিতের মুক্তির চেয়ে ভাল কিছু হতে পারে না। এ কাজে পাশে দাঁড়ান।’’ টুইটারে সলমনের বক্তব্যের প্রতিক্রিয়া জানান বহু মানুষ। এক জন ঈষৎ কটাক্ষও করেছেন, “এ-ই প্রথম নিজের পরিবার ছাড়া অন্য কারও পাশে দাঁড়াতে দেখলাম আপনাকে”। প্রস্তাবে মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল সুরজিতের মুক্তিকে স্বাগত জানিয়ে সর্বজিতেরও মুক্তি চান। কংগ্রেস বিধায়ক রানা গুরমিত সিংহ সোধি বলেন, সুরজিতের আর্থিক অবস্থা খারাপ। বাদল জানান, সরকারের পক্ষে সুরজিতের জন্য যা করা সম্ভব তা করা হবে। কাল সুরজিৎ দাবি করেন, তিনি ভারতের চর হয়েই পাকিস্তানে গিয়েছিলেন। কিন্তু, ধরা পড়ার পরে কেউ তাঁর কথা মনে রাখেনি। যদিও স্বরাষ্ট্রসচিব আর কে সিংহের দাবি, ভারতের কোনও চর পাকিস্তানে নেই। তিনি বলেন, সীমান্ত পর্যন্ত সুরজিৎকে হাতকড়া পরিয়ে আনা হয়েছে। পাক জেলে তাঁর সঙ্গে দুর্বব্যহার করা হয়েছে বলেও অভিযোগ। এগুলির সুরাহার চেষ্টা করবে ভারত। |
|
|
|
|
|