সমর্থন নিয়ে আশায় কংগ্রেস
মমতাকে ফোন করতে পারেন মনমোহনই
প্রণব মুখোপাধ্যায় নিজে নন, রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর জন্য সমর্থন চেয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে পারেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কংগ্রেস শীর্ষ সূত্রে বলা হচ্ছে, রাষ্ট্রপতি ভোটকে কেন্দ্র করে কংগ্রেস শক্তি প্রদর্শনে ‘সফল’ হলেও ইউপিএ-র ঐক্যের ছবিটা এখনও অধরা। আর তা পূরণ করতেই প্রধানমন্ত্রী ফোন করতে পারেন মমতাকে। মনমোহনের ফোনে তৃণমূলের সঙ্গে সম্পর্কের বরফ গলবে বলে আশা করছে কংগ্রেস।
তৃণমূলের সমর্থনের ব্যাপারে সম্প্রতি আশা প্রকাশ করেছিলেন মনমোহনও। রিও ডি জেনেইরো থেকে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, “প্রণববাবুকে সমর্থনের জন্য তৃণমূল নিশ্চয়ই একটা পথ খুঁজে বার করবে। এ বিষয়ে আমি এখনও আশা ছাড়িনি।” এর পরে কংগ্রেস সূত্রে আজ বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের জন্য প্রণববাবু কলকাতায় যাওয়ার আগেই প্রধানমন্ত্রীর তরফে মমতাকে বোঝানোর চেষ্টা হতে পারে। এর পর সমর্থনের জন্য তৃণমূল রাজি হয়ে গেলে প্রণববাবুর কলকাতা সফরে মমতার সঙ্গে তাঁর বৈঠকও হতে পারে।
গোড়া থেকেই মমতার ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, প্রণববাবুকে নিয়ে তৃণমূল নেত্রীর অভিমান রয়েছে। তিনি সবাইকে ফোন করছেন, অথচ মমতাকে এক বারও ফোন করেননি! তবে তৃণমূলের এই অসন্তোষ সত্ত্বেও সর্বভারতীয় কংগ্রেসের এক শীর্ষ নেতা আজ বলেন, প্রণববাবুর ফোন করার সম্ভাবনা কম। কারণ তিনি ফোন করার পরেও মমতা তাঁকে সমর্থনে রাজি না হলে প্রণববাবুর অমর্যাদা হবে। বরং ইউপিএ-র রাষ্ট্রপতি প্রার্থীর জন্য সমর্থন চেয়ে প্রধানমন্ত্রীই ফোন করবেন মমতাকে।
কংগ্রেসের ওই গুরুত্বপূর্ণ নেতার কথায়, প্রধানমন্ত্রী ফোন করার আগে কংগ্রেসের তরফেও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সরাসরি ফোন না করলেও মমতাকে নরম করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রণববাবুও। মমতাকে তিনি ‘বোনের মতো’ বলে মন্তব্য করেছেন। গত কাল মনোনয়ন পত্র পেশ করার পরেও তৃণমূলের কাছে সমর্থন চেয়ে আবেদন জানান প্রণব। এমনকী গত কাল থেকে আজ পর্যন্ত ধারাবাহিক ভাবে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, “মমতার সঙ্গে আমার সম্পর্কে কোনও তিক্ততা নেই।” মমতা যে নিজের প্রয়াসে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা লাভ করেছেন, সে কথাও উল্লেখ করেছেন তিনি।
তাৎপর্যপূর্ণ হল, রাষ্ট্রপতি ভোটে কংগ্রেস যখন তৃণমূলের সমর্থন চাইছে, তখন গত কালও মমতা পেট্রোলের দাম কমানো নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন। এমন মন্তব্যও করেছেন, রাষ্ট্রপতি ভোটের কারণেই এই দাম কমানো হয়েছে। তার পরেও আজ কংগ্রেস তৃণমূল নেত্রীর মন্তব্যের কোনও সরাসরি জবাব দেয়নি। কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি শুধু মন্তব্য করেছেন, “বাজারের নিয়মেই পেট্রোলের দাম কমেছে।”
সার্বিক এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত প্রণববাবুকেই সমর্থন করবে বলে আশা করছেন কংগ্রেস নেতারা। সর্বভারতীয় কংগ্রেসের এক শীর্ষ নেতা আজ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেত্রীর রাজনৈতিক উদ্দেশ্য সফল হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামকে প্রার্থী করার প্রস্তাব দিয়ে তিনি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দিতে পেরেছেন। কংগ্রেসের প্রস্তাবিত মুসলিম প্রার্থী উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে সমর্থন করলে তিনি সেই কৃতিত্ব নিতে পারতেন না। এ ছাড়া কেন্দ্রের বঞ্চনা নিয়েও তিনি রাজনৈতিক প্রচার করা সুযোগ পেয়ে গিয়েছেন। এর পর বাঙালি ভাবাবেগের কারণ দেখিয়ে তিনি শেষ পর্যন্ত প্রণববাবুকে সমর্থন জানালে, তাঁর সব দিকই রক্ষা হয়।
এআইসিসি সূত্রে বলা হচ্ছে, শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের ‘ওয়ার রুম’-এর বৈঠকেও তৃণমূলের সমর্থনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল আহমেদকেও এই বৈঠকে ডাকা হয়। কাল থেকে প্রচারে বেরোবেন প্রণববাবু। কাল চেন্নাইয়ে গিয়ে তিনি প্রথমে ডিএমকে প্রধান করুণানিধির সঙ্গে দেখা করবেন। তার পর তামিলনাড়ুর বাম ও কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর পর তিনি হায়দরাবাদ ও বেঙ্গালুরু যাবেন। ৮ জুলাই তাঁর কলকাতা যাওয়ার কথা রয়েছে। তবে এই সফরসূচিতে কিছু পরিবর্তন হতে পারে বলেও আজ কংগ্রেস সূত্রে জানানো হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.