সোনার আংটি তাঁর চাই না। একটি গোলাপ ফুল পেলেই তিনি খুশি হবেন। পরিবর্তে তিনি চান ওই সোনার আংটি বিক্রি করে সেই টাকায় ক্যানসার আক্রান্ত দুই মেধাবী ছাত্রীর চিকিৎসা হোক। বুধবার বসিরহাটে এক ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ভাবেই অসুস্থ ও মেধাবী দুই ছাত্রীর পাশে দাঁড়ালেন রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র। |
জয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। ছবি: নির্মল বসু। |
দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত আসানসোলের পিঙ্কি মণ্ডল এবং পূর্ব যাদবপুরের বাসিন্দা সঙ্গীতা বিট এ বার মাধ্যমিক পরীক্ষায় রীতিমত ভাল ফল করেছে। ওই দুই ছাত্রীর চিকিৎসায় এগিয়ে এসেছেন প্রাক্তন জাতীয় ফুটবলার ও ভারতের অধিনায়ক এবং বসিরহাটের নিউ বাণী সঙ্ঘের দীপেন্দু বিশ্বাস এবং সমাজসেবী নিলু ঘোষ। ওই দুই ছাত্রীর চিকিৎসায় সাহায্যের জন্য এ দিন বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কলকাতার মহমেডান দলের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে নিউ বাণী সঙ্ঘের এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচে ১-০ গোলে জয়ী হয় নিউ বাণী সঙ্ঘ। গোল করেন শানু হাজরা। খেলা পরিচালনায় ছিলেন স্বপন বিশ্বাস, নারায়ণ ঘটক ও রামকৃষ্ণ পোদ্দার। খেলার শেষে এক লক্ষ টাকা ক্যানসার আত্রান্ত দুই ছাত্রীর চিকিৎসার জন্য দেওয়া হয়। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ত্রীড়ামন্ত্রী। মন্ত্রীকে একটি সোনার আংটি উপহার দেওয়া হলে তিনি বলেন, “আমাকে বরং একটি গোলাপ ফুল দিন। আর এই সোনার আংটি বিক্রি করে সেই টাকা ওই দুই অসুস্থ মেধাবী ছাত্রীকে সাহায্য করা হোক।” এ দিন তিনি আরও বলেন, “কোনও খেলোয়াড় অসুস্থ হলে আমাকে জানান। আমরা তাঁর চিকিৎসার দায়িত্ব নেব।” বসিরহাট থেকে কলকাতা এসি বাস চালু করার ব্যাপারেও প্রতিশ্রুতি দেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়ক এটিএম আবদুল্লা, নারায়ণ গোস্বামী, অমিত মজুমদার, এসডিও শ্যামল মণ্ডল, এসডিপিও আনন্দ সরকার প্রমুখ। |