গ্রেফতার ২ |
কোলাঘাটে উদ্ধার হল ২০ হাজার ডিটোনেটর |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কোলাঘাট সেতুর কাছে কলকাতাগামী একটি গাড়ি থেকে উদ্ধার হল ৫ বস্তা ডিটোনেটর। বুধবার ওই ঘটনায় গাড়ির চালক ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। কোলাঘাট থানায় যায় সিআইডি-র একটি দল এবং বম্ব স্কোয়াডও।
গাড়িটির রেজিস্ট্রেশন ঝাড়খণ্ডের হলেও সেটি ওড়িশা থেকে আসছিল বলে দাবি করেছে পুলিশ। তবে এত ডিটোনেটর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এর পিছনে নাশকতার কোনও ছক ছিল কি না, বুধবার রাত পর্যন্ত তা পরিষ্কার হয়নি। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সুকেশ জৈন বলেন, “ওই গাড়িটি থেকে প্রায় ২০ হাজার ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। ধৃত চালক ও তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” |
|
কোলাঘাট থানায় উদ্ধার হওয়া বস্তাবন্দি ডিটোনেটর পরীক্ষা
করছেন সিআইডি গোয়েন্দা। বুধবার। ছবি: পার্থপ্রতিম দাস। |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি এ দিন বেলা ১১টা নাগাদ কোলাঘাট সেতুর কাছে ৬ নম্বর জাতীয় সড়কে যানজটে আটকে যায়। পুলিশ সূত্রের দাবি, পুলিশকর্মীরা সেখানে যান নিয়ন্ত্রণ করছেন দেখে ওই গাড়ির চালকের সঙ্গী সুবোধ সিংহ নেমে পালান। সন্দেহ হওয়ায় গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। তখনই মেলে ডিটোনেটর বোঝাই বস্তা। পুলিশ জানিয়েছে, দু’টি বস্তায় ডিটোনেটরগুলিতে তার লাগানো ছিল। বাকি তিনটি বস্তায় ছিল ডিটোনেটরের যন্ত্রাংশ। গাড়ির চালক গুড্ডু সিংহকে গ্রেফতার করে পুলিশ। পরে ধরা হয় সুবোধকেও। ধৃত দু’জনেরই বাড়ি বিহারে। |
|