কার্টুনের সময়টা নেহাৎ-ই খারাপ যাচ্ছে। ফেসবুক কার্টুন কলকাতায় তুলকালাম ঘটিয়েছিল এই ক’দিন মাত্র আগে। ইউরোর মাঝে ফের কাঠগড়ায় দাঁড়াল বেচারা কার্টুন। এ বার ইতালিতে। বিখ্যাত সংবাদপত্র লা গেজেত্তা দেলো স্পোর্ট-এ একটি কার্টুনে ইতালীয় স্ট্রাইকার মারিও বালোতেলিকে দেখানো হয়েছে কিংকং হিসাবে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ আসতে শুরু করে নানা মহল থেকে। শেষ পর্যন্ত ক্ষমাও চেয়ে নিল ওই খবরের কাগজটি।
|
ইউরোর প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল ওই ফরাসি তারকার। তার পরই সমীর নাসরি অনেকগুলো কটু কথা শুনিয়ে দেন মাঠের ধারে বসা সংবাদ সংস্থা এএফপি-র সাংবাদিককে। যা নিয়ে জলঘোলা হয় বিস্তর। ফরাসি ফুটবল সংস্থা নাসরির শাস্তির কথা ভাবছেন। দু’বছরের জন্য সাসপেন্ডও হতে পারেন তিনি। বেগতিক দেখে ক্ষমা চাইছেন নাসরি, “আমার সমস্যা সাংবাদিকদের কয়েক জনের সঙ্গে। সবার সঙ্গে নয়।”
|
ইংল্যান্ডের প্রাক্তন কোচ ইতালীয় ফাবিও কাপেলো হঠাৎ টার্গেট প্র্যাক্টিস করলেন ওয়েন রুনির উপর। রুনিরা ছিটকে যেতেই কাপেলো বলেন, “রুনি স্কটিশটাই ভাল বোঝে। কারণ, ও ভাল খেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে। যেখানে কোচ স্কটিশ--স্যার অ্যালেক্স ফার্গুসন।” কাপেলো-র ইংলিশ নাকি এতটাই খারাপ ছিল স্ট্র্যাটেজি বুঝতে অসুবিধা হত রুনিদের। তাই পাল্টা ব্যঙ্গ। বর্তমান কোচ হজসন আবার বলছেন, “রুনি ভাল খেলতেই চেয়েছিল। কাপেলোর এটা একটা সস্তা মন্তব্য।”
|
খেলায় হারা অনেক সময় নাকি সবার সামনে নগ্ন হওয়ার মতোই লজ্জার! কিন্তু নিজের বস্ত্র নিজেই হরণ করে বিপক্ষকে হারানোসেটাও কি সম্ভব? চেষ্টা করতে অসুবিধা কোথায়! ইংল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারের শেষ শট নিতে যাচ্ছেন আলেসান্দ্রো দিয়ামান্তি। গোলের পিছনে দাঁড়ানো এক ‘দেশপ্রেমিক’ ইংরেজ দিয়ামান্তির নজর ঘোরাতে হঠাৎ খুলে ফেলেন নিজের প্যান্ট। দুর্ভাগ্য, ইতালীয় ফুটবলারটি তাতে টললেন না। ইংল্যান্ড তো ছিটকে গেলই। বাড়তি ‘পাওনা’ ইন্টারনেটে নিজের ‘বিশেষ’ ছবি। |