|
|
|
|
হ্যারি-স্যালির স্রষ্টা নোরা এফ্রন প্রয়াত |
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্লিপলেস ইন সিয়াটল’— জনপ্রিয় এই ছবিগুলোর জন্য কলম ধরেছিলেন যিনি, চলে গেলেন ৭১ বছর বয়সী সেই নোরা এফ্রন।
তাঁর ছেলে জানিয়েছেন, লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে ম্যানহাটনে মৃত্যু হয়েছে নোরার। ‘নিউ ইয়র্ক পোস্ট’-এ সাংবাদিকের কাজ করতে করতে এফ্রনের লেখালেখি শুরু। বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ১৯৪১-এর ১৯ মে নিউ ইয়র্কে জন্ম। পরিবারের মধ্যেই লেখার চল ছিল। মা তাঁকে বলতেন, ‘‘যা দেখবে, তা নিয়েই লেখো। সব কিছুই লেখার বিষয়বস্তু করা যায়।” সেই কথাই মেনে নিয়ে নিজের জীবনের নানা সম্পর্কের নানা অভিজ্ঞতাকেই লেখার রসদ করে তুলেছেন। তাতেই এসেছে সাফল্য।
১৫টি ফিল্মের চিত্রনাট্য লিখেছেন। যার মধ্যে আছে, ‘ইউ হ্যাভ গট মেল’, ‘সিল্কউড’, ‘জুলি অ্যান্ড জুলিয়া’-র মতো ছবিও। তিন বছর আগে মুক্তি পাওয়া মেরিল স্ট্রিপ অভিনীত ‘জুলি অ্যান্ড জুলিয়া’ ছিল তাঁর লেখা শেষ চিত্র্যনাট্য। অস্কারের জন্য তিন বার মনোনয়ন পেলেও কোনও বারই জিততে পারেননি।
এফ্রনের মৃত্যুতে শোকপ্রকাশ করে ‘হোয়েন হ্যারি মেট স্যালি’-র নায়ক বিলি ক্রিস্টাল বলেছেন, “খুব খারাপ লাগছে। অসাধারণ রসবোধসম্পন্ন লেখিকা। হ্যারি চরিত্রটা আমার মনে সব সময়েই বিশেষ জায়গা দখল করে থাকবে।” ‘স্লিপলেস ইন সিয়েটল’ ও ‘ইউ হ্যাভ গট মেল’-এর নায়ক টম হ্যাঙ্কসও ব্যথিত। তাঁর কথায়, “ওঁর লেখা শব্দ বলতে পারায় নিজেকে ভাগ্যবান মনে হয়।” আর মেরিল স্ট্রিপ জানালেন, “ভাল কী করে থাকতে হয়, তা ওঁর কাছ থেকেই শেখা।” |
|
|
|
|
|